সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ইউনুসের বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘুর দল! এবার গির্জা লক্ষ্য করে চলল বোমা হামলা। রাজধানী ঢাকার অদূরে কাকরাইলের নামী গির্জায় এই হামলার ঘটনার কথা নিশ্চিত করেছে পুলিশ। তবে দুষ্কৃতীরা এখনও অধরা। তাদের খোঁজে তল্লাশি চলছে। জানা গিয়েছে, দুই বাইক আরোহী গির্জার দরজা লক্ষ্য করে বোমা ছোড়ে। তারা কারা, শনাক্ত করা যায়নি। তবে এই ঘটনার পর ফের বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল।
ঘটনা শুক্রবার গভীর রাতের। কাকরাইলের সেন্ট মেরিজ ক্যাথিড্রালে হামলা চলে শুক্রবার রাত পৌনে ১১টা নাগাদ। রাতে গির্জার স্টিলের দরজা লক্ষ্য করে ছোড়া ককটেল বোমা বিস্ফোরণ ঘটে। গির্জার ভিতর থেকে একটি হাতবোমা পুলিশ উদ্ধার করেছে। শনিবার রমনা বিভাগের উপ কমিশনার মাসুদ আলম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “একটি মোটর সাইকেলে দু'জন এসে ককটেল বোমা দুটি ছুড়ে মারে। প্রাথমিকভাবে এই তথ্য-প্রমাণ মিলেছে। তবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের শনাক্তের চেষ্টা চলছে, কী উদ্দেশ্যে এই হামলা, তাও খতিয়ে দেখা হচ্ছে।” রমনা পুলিশ বিভাগের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম বলেছেন, হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
কিন্তু কেন হঠাৎ গির্জার উপর এই হামলা? এ বিষয়েও কোনও সূত্র পাচ্ছেন না পুলিশ আধিকারিকরা। এর আগে একাধিকবার বাংলাদেশে হিন্দুদের উপর হামলার ঘটনা ঘটেছে। দু্র্গাপুজো বা হিন্দুদের কোনও উৎসবের আগে-পরে মন্দির, প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। এসব থেকে আরও স্পষ্ট হয়েছে, বাংলাদেশে সংখ্যালঘু সুরক্ষার 'নগ্ন' রূপ! এবার গির্জায় হামলার ঘটনায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের নিরাপত্তার দিকটিও বেআব্রু হল বলে মনে করছে আন্তর্জাতিক মহল।
