shono
Advertisement
Chinmoy Prabhu

অবশেষে জামিন চিন্ময় প্রভুর, জেলমুক্তি নিয়ে জটিলতা

Published By: Sucheta SenguptaPosted: 03:08 PM Apr 30, 2025Updated: 04:16 PM Apr 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ প্রায় ৫ মাস পর অবশেষে জামিন পেলেন বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভু (Chinmoy Prabhu)। বুধবার ঢাকার উচ্চ আদালত তাঁর জামিন মঞ্জুর করেছে। তবে এখনই সন্ন্যাসীর মুক্তি হবে কি না, তা নিয়ে জটিলতা রয়েছে বলে আইনজীবী মহল সূত্রে খবর। তাই জামিন মিললেও কবে জেলের বাইরে আসতে পারবেন বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, তা এখনও অজানা। তবে আপাতত তাঁর জামিনের খবরেই উচ্ছ্বসিত সে দেশের সনাতন হিন্দু সমাজ।

Advertisement

২০২৪ সালের নভেম্বরে পতাকা অবমাননার অভিযোগে দেশদ্রোহিতার মামলা দায়ের হয় চিন্ময় প্রভুর বিরুদ্ধে। তাঁকে চট্টগ্রামের কারাগারে বন্দি করা হয়। একাধিকবার চট্টগ্রামের নিম্ন আদালতে জামিনের আবেদন খারিজ হয়। এমনকী শুনানির আগে তাঁর আইনজীবীদের উপর হামলাও হয়। পরে ঢাকা হাই কোর্টেও জামিন খারিজ করে দেয়। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা অভিযোগ তোলেন, হিন্দু সন্ন্যাসী বলেই ইউনুস সরকারের কোপে পড়েছেন চিন্ময় প্রভু (Chinmoy Prabhu)। সেই কারণেই জামিন নিয়ে অযথা এত জটিলতা। এর প্রতিবাদে পথেও নামে হিন্দু সমাজ। শুধু ওদেশেই নয়, এপার বাংলাতেও চিন্ময় প্রভুর জামিন চেয়ে পোস্টার হাতে প্রতিবাদ মিছিল হয়।

হিন্দু সন্ন্যাসীর জন্য শেষ পর্যন্ত কঠিন আইনি লড়াই লড়েছিলেন বর্ষীয়ান আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ। ভারতে এসেও তিনি বারবার আশাপ্রকাশ করেছিলেন, যেভাবেই হোক জামিন পাইয়েই ছাড়বেন। সেই আত্মবিশ্বাসই সত্যি হল অবশেষে। এপ্রিলের ৩০ তারিখ ঢাকার হাই কোর্টের বিচারপতি আতোয়ার রহমান খান ও আলি রেজার ডিভিশন বেঞ্চ  জামিন দিল চিন্ময় প্রভুকে। তবে এখনই জেলমুক্তি হচ্ছে না তাঁর। এনিয়ে জটিলতা তৈরি হয়েছে। চিন্ময় প্রভুর আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ 'সংবাদ প্রতিদিন ডিজিটাল'কে জানান,  হাই কোর্টের এই রায়ের বিরোধিতায় সুপ্রিম কোর্টের আপিল করতে পারে সরকার। সুপ্রিম কোর্টের যা ক্ষমতা, তাতে এই নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হতে পারে। তাতেই সন্ন্যাসীর জেলমুক্তি নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অবেশেষে ৫ মাস পর বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভুর জামিন।
  • গত নভেম্বরে দেশদ্রোহিতা মামলায় ইসকনের সন্ন্যাসীকে জেলবন্দি করা হয়েছিল।
  • বুধবার তাঁর জামিন মঞ্জুর করে ঢাকার হাই কোর্ট।
Advertisement