সুকুমার সরকার, ঢাকা: রোহিঙ্গাদের (Rohingya) পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে পরিবেশ, পরিস্থিতি খতিয়ে দেখতে মায়ানমারের রাখাইন প্রদেশে গেল বাংলাদেশে (Bangladesh) আশ্রিত রোহিঙ্গাদের প্রতিনিধিদল। শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ টেকনাফের জেটি ঘাট হয়ে প্রতিনিধি দলটি মংডু শহরের উদ্দেশে রওনা দেন তাঁরা। এমনই জানিয়েছেন টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা মহম্মদ কামরুজ্জামান। তিনি জানান, প্রতিনিধিদলে ২০ জন রোহিঙ্গা সম্প্রদায়ের নেতার সঙ্গে বাংলাদেশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ৭ কর্মকর্তা রয়েছেন। ২৭ জনের প্রতিনিধি দলটি মায়ানমারের রাখইন এস্টেটের মংডু টাউনশিপের আইডিপি ক্যাম্পের পরিস্থিতি ঘুরে দেখবেন।
জানা গিয়েছে, মায়ানমারে (Myanmar) যাত্রা করা ২৭ সদস্যের মাঝে ৩ নারী-সহ ২০ জন রোহিঙ্গা, একজন অনুবাদক ও ৬ জন বিভিন্ন দপ্তরের বাংলাদেশি কর্মকর্তা রয়েছেন। নিরাপত্তার জন্য বিজিবির ২টি স্পিডবোট-সহ ১৬ জন বিজিবি সদস্যও রয়েছেন। এর আগে মায়ানমারের টেকনিক্যাল টিম রোহিঙ্গাদের জন্য তৈরি হওয়া বিভিন্ন ক্যাম্প থেকে মোট ২০ জন রোহিঙ্গা মায়ানমার গিয়েছেন। তাঁদের সাঙ্গে আরআরআরসি (যুগ্ম সচিব) মহম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি মিলিয়ে ৭ জন সংশ্লিষ্ট কর্মকর্তাও রয়েছেন। ২৭ জনের এই প্রতিনিধিদল মংডুর আইডিপি ক্যাম্প-সহ ১৫টি গ্রামের পরিস্থিতি দেখবেন। সূত্রের আরও খবর, প্রতিনিধিদলটি বাস্তচ্যুত রোহিঙ্গাদের পুনর্বাসনে রাখাইনের (Rakhine) সার্বিক পরিস্থিতি কতটা অনুকূল, মূলত সেটাই দেখবে।
[আরও পড়ুন: বাংলাদেশি নন, হাই কোর্টের ডিভিশন বেঞ্চেও প্রমাণ দিতে ব্যর্থ বনগাঁর TMC নেত্রী আলোরানি সরকার]
এর আগে ১৫ মার্চ টেকনাফ হয়ে বাংলাদেশে আসেন মায়ানমার সরকারের ১৭ সদস্যের একটি প্রতিনিধিদল। তাঁরা বাংলাদেশে আশ্রিত বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের মায়ানমারে প্রত্যাবাসন কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশের দেওয়া রোহিঙ্গাদের তালিকা যাচাই করেন। প্রতিনিধিদলটি টানা সাতদিন টেকনাফের স্থলবন্দর রেস্ট হাউজে থেকে বাংলাদেশে আশ্রিত ১৪৭ টি রোহিঙ্গা পরিবারের মোট ৪৮৬ জনের সঙ্গে সরাসরি কথা বলেন। তাঁদের বয়ানও রেকর্ড করেন। ওই সময় মায়ানমারের প্রতিনিধিদলকে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, যাদের পুনর্বাসন করা হবে, সেসব রোহিঙ্গা যাতে আগে থেকে রাখাইনের সার্বিক পরিবেশ স্বচক্ষে দেখে আসতে পারে, তার ব্যবস্থা করতে হবে। তারই ধারাবাহিকতায় রোহিঙ্গা প্রতিনিধিদল শুক্রবার রাখাইন গিয়েছেন।