shono
Advertisement

Breaking News

PM Narendra Modi

‘সবরকম সাহায্য করবে ভারত’, অতি সংকটজনক খালেদা জিয়ার আরোগ্য কামনা মোদির

ভেন্টিলেশনে রয়েছেন খালেদা।
Published By: Subhodeep MullickPosted: 10:53 PM Dec 01, 2025Updated: 10:53 PM Dec 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি-র চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অতি সংকটজনক। সোমবার হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর এই তথ্যই দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। খবরটি প্রকাশ্যে আসতেই উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনাও করেছেন তিনি।

Advertisement

সোমবার মোদি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশের জন্য তাঁর অবদান অনস্বীকার্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। ভারত সবরকম সহায়তা করতে প্রস্তুত।’

রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালের সিসিইউ-এ (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসাধীন খালেদা। সোমবার দুপুর আড়াইটে নাগাদ হাসপাতালের সামনে দাঁড়িয়েই দলনেত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে জানান আজম। তিনি বলেন, “গতকাল রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গিয়েছেন। লড়াই করছেন আমাদের মাঝে ফিরে আসার জন্য। এখনও অবস্থা ক্রিটিক্যাল রয়েছে। বলার মতো কোনও পরিস্থিতিতে এখনও তিনি আসেননি। গোটা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই।”

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মেডিক্যাল রিপোর্ট সম্পর্কে আজম বলেন,  “বর্তমানে খালেদা জিয়া ভেন্টিলেশন সাপোর্টে আছেন। সিসিইউ থেকে আইসিইউ, এরপরে ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট, যা–ই বলেন। আমি এগুলোর বাইরে বলব যে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন।” খালেদার চিকিৎসায় আমেরিকা এবং ইংল্যান্ডের চিকিৎসকেরা সাহায্য করেছিলেন। বর্তমানের চিনের চিকিৎসকদের থেকেও পরামর্শ নেওয়া হচ্ছে বলে জানান আজম।

গত ২৩ নভেম্বর রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা। লিভারের সমস্যা, কিডনির কর্মক্ষমতা হ্রাস, শ্বাসকষ্ট-সহ একাধিক শারীরিক জটিলতা ছিল তাঁর। গত বৃহস্পতিবার বিএনপির তরফে জানানো হয়, খালেদার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে এখনই দেশের বাইরে নিয়ে যাওয়া সম্ভব নয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি-র চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অতি সংকটজনক।
  • সোমবার হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর এই তথ্যই দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান।
  • খবরটি প্রকাশ্যে আসতেই উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Advertisement