shono
Advertisement
Dhaka

অভয়া কাণ্ডের ছায়া ঢাকায়, যুবককে জুতোপেটা নিগৃহীত তরুণীর! ভাইরাল ভিডিও

অভিযোগের ভিত্তিতে বাসের কন্ডাক্টরকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
Published By: Sucheta SenguptaPosted: 02:05 PM Nov 02, 2025Updated: 02:05 PM Nov 02, 2025

সুকুমার সরকার ঢাকা: দিল্লির অভয়া কাণ্ডের ছায়া এবার ঢাকায়। তবে এবার নির্যাতনের শিকার হয়ে অসহায় মৃত্যুবরণ নয়। প্রতিবাদে রুখে দাঁড়িয়ে অভিযুক্তকে জুতোপেটা করলেন তরুণী। ঢাকার বিশ্ববিদ্যালয়ের এই ঘটনায় তরুণী উচিত শাস্তি দেওয়ার ভিডিওটি ভাইরাল। পরে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে নিজামউদ্দিন নামে বাস কন্ডাক্টরকে। মোহাম্মদপুরের বছিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

ফেসবুকে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, একটি বাসে উঠে আসনে বসেছেন এক তরুণী। তাঁর সামনের আসনে বসা এক ব্যক্তি তাঁর পোশাক নিয়ে অশোভন মন্তব্য করেন। এতে ক্ষুব্ধ হয়ে তরুণী প্রতিবাদ জানাতে সামনে এগিয়ে যান। প্রশ্ন করেন, ‘‘আমার পোশাক নিয়ে আপনার সমস্যা কী?’’ উভয়ের মধ্যে বাদানুবাদে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি উঠে দাঁড়িয়ে তরুণীকে চড় মারেন। পালটা ঘুরে দাঁড়ান তরুণী। নিজের জুতো খুলে ওই ব্যক্তিকে মারেন। ভিডিওতে আরও দেখা যায়, ধস্তাধস্তির জেরে দু'জনই বাসের সামনের দিকে পড়ে যান। তরুণী নিজেকে সামলে নিয়ে আবারও প্রতিরোধ করেন।

Advertisement

ঘটনার ভিডিওটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই তরুণীর সাহসী অবস্থানের প্রশংসা করেছেন, অন্যদিকে কেউ কেউ ঘটনাটিতে উভয় পক্ষের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। তরুণীকে কটূক্তি ও হেনস্তা করার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর হেনস্তকারী ব্যক্তিকে আটক করতে র‍্যাবের একটি দল অভিযান শুরু করে। পরে সন্ধ্যায় বাসের কন্ডাক্টর নিজামউদ্দিনকে শনাক্ত করে আটক করা হয়। তাকে মোহাম্মদপুর থানায় পেশ করা হয়।

মোহাম্মদপুর থানার ওসি জানান, ''হেনস্তার শিকার বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ এনে নিজামউদ্দিনের বিরুদ্ধে মামলা করেছেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নিজামউদ্দিন ধানমন্ডি ১৫ থকে মোহাম্মদপুরের বছিলায় যাতায়াতকারী রমজান পরিবহণের কন্ডাক্টর। ভাড়া নিয়ে কথা–কাটাকাটির জের ধরে তাঁদের দুজনের মধ্যে মারামারি হয়। ছাত্রীটি মোহাম্মদপুরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঢাকার বাসে দিল্লির অভয়া কাণ্ডের ছায়া!
  • কুমন্তব্যের প্রতিবাদে বাস কন্ডাক্টরকে 'জুতোপেটা' বিশ্ববিদ্যালয়ের তরুণীর।
  • ভাইরাল সেই ভিডিও, গ্রেপ্তার বাস কন্ডাক্টর।
Advertisement