shono
Advertisement
Bangladesh Situation

বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! বেপরোয়া গাড়ি পিষল মাথা, এবার নাম জড়াল বিএনপি-র

রিপন রাজবাড়ির খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়ার বাসিন্দা। এই ঘটনায় ইতিমধ্যেই দু'জনকে রাজবাড়ির পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো।
Published By: Saurav NandiPosted: 07:29 PM Jan 17, 2026Updated: 07:29 PM Jan 17, 2026

বাংলাদেশে ফের খুন হলেন এক হিন্দু যুবক। তাঁর মাথার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল দুষ্কৃতীরা। ওপার বাংলায় সাম্প্রতিক অশান্তির আবহে যে ক'জন সংখ্যালঘু হিন্দু খুনের ঘটনা ঘটেছে, তাতে প্রতিবারই নাম জড়িয়েছে কট্টরপন্থীদের বিরুদ্ধে। কিন্তু এই ঘটনায় জড়াল বিএনপি-র নাম।

Advertisement

নিহত যুবকের নাম রিপন সাহা (৩০)। তিনি রাজবাড়ি সদর উপজেলার মোড়ে একটি পেট্রলপাম্পে কাজ করতেন। অভিযোগ, ওই পেট্রলপাম্পে শুক্রবার ভোরে একটি চারচাকা গাড়ি এসেছিল তেল কিনতে। পেট্রল নেওয়ার পর টাকা না দিয়েই গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেছিলেন চালক। রিপন তা-ই আটকাতে গিয়েছিলেন। সেই সময়েই তাঁর মাথার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের।

রিপন রাজবাড়ির খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়ার বাসিন্দা। এই ঘটনায় ইতিমধ্যেই দু'জনকে রাজবাড়ির পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো। ধৃতদের নাম আবুল হাসেম এবং কামাল হোসেন। আবুল গাড়ির মালিক। আর কামাল ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন। পেট্রলপাম্পের সিসি ফুটেজ দেখেই তাঁদের শনাক্ত করা হয়। পুলিশ জানতে পেরেছে, আবুল বিএনপি-র প্রাক্তন কোষাধ্যক্ষ এবং রাজবাড়ি জেলা যুবদলের প্রাক্তন সভাপতি। তাঁর নামে অতীত অপরাধের রেকর্ডও রয়েছে।

পেট্রলপাম্পের কর্মীদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, আবুলরা পাঁচ হাজার টাকার তেল নিয়েছিলেন। কিন্তু টাকা না মিটিয়ে চলে যাচ্ছেন দেখে বাধা দিতে গিয়েছিলেন রিপন। সিসি ফুটেজে দেখা গিয়েছে, গাড়ি থেকে নেমে বাইরে দাঁড়িয়েছিলেন আবুল। তেল নেওয়ার পরেই তিনি গাড়িতে ওঠেন। তার পর সঙ্গে সঙ্গেই গাড়ি চলতে শুরু করে। আটকাতে গিয়ে রিপন গাড়ির পিছনে ছুট দেন। সেই সময়েই ঢাকা-খুলনা মহাসড়কে গাড়িটি রিপনকে ধাক্কা দেন। তাঁর মাথা পিষে দেন। পরে মাথা থেঁতলে যাওয়া অবস্থায় তাঁকে রাস্তা থেকে উদ্ধার করেন পেট্রলপাম্পের বাকি কর্মীরা। রাজবাড়ি সদর থানার ভারপ্রাপ্ত আধিকারিক জিয়াউর রহমান জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement