shono
Advertisement
Bangladesh

সরকারি নিয়ন্ত্রণে বাংলাদেশের শিল্প, ফারুকীর বিরুদ্ধে গুরুতর অভিযোগে মঞ্চেই ইস্তফা বিশিষ্ট শিল্পীর

'সৈয়দ জামিল আহমেদের কাজে গুণমুগ্ধ আমি', আকাডেমির মহাপরিচালকের অভিযোগের পালটা 'কৌশলী' প্রশংসা ফারুকীর।
Published By: Sucheta SenguptaPosted: 08:02 PM Mar 01, 2025Updated: 08:09 PM Mar 01, 2025

নিজস্ব সংবাদদাতা, ঢাকা: খোদ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকির প্রতি ভয়ংকর অভিযোগ তুলে ইস্তফা দিলেন বাংলাদেশের শিল্পকলা আকাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। শুক্রবার রাতে নাটকীয়ভাবে নাটকের মঞ্চে উঠেই তিনি প্রকাশ্যে পদত্যাগের সিদ্ধান্ত জানান। একই মঞ্চে থাকা শিল্পকলার সচিবের হাতে তুলে দেন পদত্যাগপত্রও। ওইদিন বিকালে মুনির চৌধুরী প্রথম জাতীয় নাট্যোৎসবের সমাপ্তি অনুষ্ঠানে তাঁর পদত্যাগের বিষয়টি উল্লেখ করেন। সঙ্গে অভিযোগের আঙুল তোলেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকির দিকে। জামিল আহমেদ অভিযোগ করে বলছেন, ‘‘মন্ত্রণালয় থেকে শিল্পকলাকে অধীনস্থ করে রাখতে চায়। শিল্পকলা যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান - তারা সেটা মানতে চায় না।’’

Advertisement

শুক্রবার মঞ্চে দাঁড়িয়ে জামিল আহমেদ জানান, মন্ত্রকের ‘অযাচিত হস্তক্ষেপে’ ক্ষুব্ধ হয়েই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। এরপর সংস্কৃতি অঙ্গনে তুমুল প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। মঞ্চ থেকে নেমে সেই আগুনে যেন ঘি ঢেলে দেন সৈয়দ জামিল আহমেদ। শুক্রবার রাতে নাট্যশালা মিলনায়তনে নাটক মঞ্চস্থ হওয়ার পর উপস্থিত সবাই জামিল আহমেদকে মহাপরিচালক পদে বহাল থাকার অনুরোধ করলে তিনি চারটি শর্তের কথা বলেন। যেগুলো মানলে তিনি ফেরার সিদ্ধান্ত বিবেচনা করবেন বলে জানান। সঙ্গে জানান, মন্ত্রণালয় তথা খোদ সংস্কৃতি উপদেষ্টার সঙ্গে তার বিরোধের সূত্রপাতের কথা। এই নাট্যজন জানান, সংস্কৃতি মন্ত্রণালয় থেকে শিল্পকলার ফান্ড থেকে টাকা চাওয়া হয়েছে। তবে সেটি ছিল চিঠিপত্র ছাড়াই মৌখিক!

জামিল আহমেদ জানান, ‘‘সে একটি প্রজেক্ট করছে। তার জন্য আমার কাছে চেক চায়, কোনও রকম চিঠি ছাড়া। আকাডেমি থেকে টাকা দিতে হবে! একটা প্রজেক্ট করছে সে। টাকার খুব দরকার তার। কোনও চিঠি ছাড়া সে কেমন করে চেক চায় আমার কাছে? আমি বললাম, ‘চিঠি ছাড়া আমি চেক দিতে পারব না’। এরপর সে আমাকে বলে, ‘আপনাকে আমি অনেক শ্রদ্ধা করতাম, আর করব না’।’’ 

সৈয়দ জামিল আহমেদের অভিযোগের পরিপ্রেক্ষিতে মুখ খুললেন ফারুকী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বক্তব্যে তিনি বলেন, ''সৈয়দ জামিল আহমেদের অভিযোগের সবটা সত্য নয়, কিছু বিষয় সম্পূর্ণ মিথ্যা। আর কিছু তার ব্যক্তিগত হতাশা থেকে আসা। তবে সৈয়দ জামিল আহমেদের কাজের একজন গুণমুগ্ধ আমি।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলাদেশের শিল্পকলা আকাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ ইস্তফা দিলেন।
  • দেশের সংস্কৃতি উপদেষ্টা ফারুকীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে ইস্তফা।
Advertisement