shono
Advertisement

আওয়ামি লিগের সঙ্গে দর কষাকষি শেষ, বাংলাদেশের নির্বাচনে একাই লড়বে জাতীয় পার্টি

কটি আসনে লড়বে জাতীয় পার্টি? জানালেন মহাসচিব।
Posted: 05:51 PM Dec 17, 2023Updated: 05:51 PM Dec 17, 2023

সুকুমার সরকার, ঢাকা: অবশেষে বাংলাদেশের (Bangladesh) আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি। ক্ষমতাসীন শাসকদল আওয়ামি লিগের সঙ্গে দর কষাকষির পর এককভাবে ২৮৩ আসনে লড়াইয়ের সিদ্ধান্ত ঘোষণা করেছেন দলের মহাসচিব মুজিবুল হক। ঢাকার (Dhaka) বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে বিকেলে সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ২৮৩ আসনে লাঙল প্রতীকে নির্বাচনে লড়বে দল। আওয়ামি লিগের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনায় কোনও সিদ্ধান্ত না হওয়ায় আগামী ৭ জানুয়ারির নির্বাচনে একাই লড়ার সিদ্ধান্ত নেওয়া হল।

Advertisement

এদিন জাতীয় পার্টির মহাসচিব বলেন, ”নির্বাচন ভালোভাবে করতে সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করে যাচ্ছে। সে কারণে আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে, চেয়ারম্যান জি এম কাদেরের পক্ষ থেকে, আমি জাতীয় পার্টির সব প্রার্থীকে অনুরোধ করব, আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব এবং নির্বাচন যাতে প্রতিদ্বন্দ্বিতামূলক, প্রতিযোগিতামূলক হয় – আমরা সেই লক্ষ্যে কাজ করে যাব।” এক প্রশ্নের জবাবে মুজিবুল হক বলেন, ”আমরা ২৮৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করব। এসব আসনে যারা নির্বাচন করছে, তাদের সঙ্গে আমাদের একটা সমঝোতা হয়েছে বা হবে- এরকম একটা অবস্থা আছে। তবে নির্বাচনে যাচ্ছি, এটাই বড় কথা।”

[আরও পড়ুন: জন্মের দুবছরেই বাজিমাত! সব হুইস্কিকে দশ গোল দিয়ে বিশ্বসেরা এই দেশীয় ব্র্যান্ড]

এর আগে নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিচ্ছে কি না, তা নিয়ে সিদ্ধান্ত জানাতে কয়েক ঘণ্টা সময় নিয়েছিল দল। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের পর জানান, নির্বাচনে থাকা না থাকা সরকারের সঙ্গে সমঝোতার বিষয় নয়, দলীয় সিদ্ধান্তের বিষয়। এবারের নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে আওয়ামি লিগের সঙ্গে কয়েক দফায় জাতীয় পার্টির বৈঠক হয়।

[আরও পড়ুন: ডিমের দামে আগুন, হাতে ছ্যাঁকা মধ্যবিত্তের]

গত শুক্রবার নেতাদের সঙ্গে বৈঠকে তাদের ২৬টি আসনে ছাড় দিতে রাজি হয় আওয়ামি লিগ। সেই তালিকায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজি ফিরোজ রশিদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা ও সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা-সহ অনেক গুরুত্বপূর্ণ নেতাদের নাম নেই। এরপর শনিবার বৈঠক হলেও কোনও চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি কোনও পক্ষই। ফলে আসন ভাগাভাগি থেকে সরে এককভাবে ২৮৩ আসনে নির্বাচনের সিদ্ধান্ত নিল জাতীয় পার্টি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement