shono
Advertisement

Breaking News

Bangladesh

'বাধা ডিঙিয়ে ঐক্যবদ্ধ জাতি হিসেবে দেশ গড়ব', ইদে বাংলাদেশের মুসলিমদের বার্তা ইউনুসের

গত বছরের জুলাইয়ের ছাত্র আন্দোলনের কথাও স্মরণ করেন ইউনুস।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 02:11 PM Mar 31, 2025Updated: 02:16 PM Mar 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ খুশির ইদ। সেজে উঠেছে বাংলাদেশ। ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় ইদের নমাজ পড়ার জন্য লক্ষ লক্ষ মানুষ ভিড় জমিয়েছেন। আজ সোমবার জাতীয় ঈদগাহ ময়দানে নমাজে যোগ দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন দলের নেতা-কর্মীরাও। সকলকে ইদের শুভেচ্ছা জানান তিনি। পাশাপাশি মুসলিমদের উদ্দেশে বার্তা দেওয়ার সময় ইউনুস অঙ্গীকার করেন, "যত বাধা আসুক না কেন, ঐক্যবদ্ধ জাতি হিসেবে নতুন বাংলাদেশ গড়ব।"

Advertisement

আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু সাধারণ মানুষও। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে খবর, সকলের সঙ্গে নমাজ পড়ার পর প্রধান উপদেষ্টা বলেন, "ইদ দূরত্ব ঘোচানোর ইদ, নৈকট্যের ইদ, ভালোবাসার ইদ। আজ সেই দিনটা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদ্‌যাপন করতে পারি। সেই বার্তা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি। আজ একটা অটুট ঐক্য গড়ে তোলার দিন। আমরা স্থায়ীভাবে এই ঐক্য গড়ে তুলতে চাই। ইদের জামাতে এটাই আমাদের কামনা।" মুসলিমদের বার্তা দিয়ে বলেন, "আজকের দিনে আমরা প্রার্থনা করি, আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি। যাঁরা আত্মত্যাগ করেছেন, দেশের স্বপ্ন বাস্তবায়িত করার জন্য নিজেদের আত্মাহুতি দিয়েছেন, বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না, তাঁদের স্মরণে আমরা যেন প্রার্থনা করি আল্লাহর কাছে। আমরা সেই স্বপ্ন অবশ্যই বাস্তবায়ন করবই। শত বাধা সত্ত্বেও, যত বাধাই আসুক, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করবই ইনশা আল্লাহ।"

গত বছরের জুলাইয়ের ছাত্র আন্দোলনের কথা স্মরণ করে ইউনুস আরও বলেন, "আমাদের নতুন বাংলাদেশ গড়ার যাঁরা সুযোগ করে দিয়েছেন, যাঁরা শহিদ হয়েছেন, যাঁরা আত্মাহুতি দিয়েছেন, আমরা তাঁদের আত্মার শান্তি কামনা করি। যাঁরা আহত হয়েছেন, যাঁরা স্বাভাবিক জীবন থেকে বিচ্যুত হয়ে গিয়েছেন, এ দেশের জন্য নিজেদের স্বাভাবিক জীবন ত্যাগ করতে যাঁরা বাধ্য হয়েছেন, তাঁদের স্বাভাবিক জীবনের ক্ষমতা দেওয়ার জন্য, রোগমুক্তির জন্য মহান আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি। আজকে বাংলাদেশের প্রতিটি গ্রামে, প্রতিটি বাজারে, প্রতিটি গঞ্জে, প্রতিটি শহরে ইদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। আমরা জাতির পক্ষ থেকে সবাইকে ইদের শুভেচ্ছা জানাচ্ছি। যাঁরা ইদের জামাতে শরিক হওয়ার সুযোগ পাননি, তাঁদেরকেও আমরা ইদ মোবারক জানাচ্ছি। আমাদের মা–বোনেরা, যাঁরা ঘরে আছেন, তাঁদেরকেও আমরা জাতির পক্ষ থেকে ইদ মোবারক জানাচ্ছি। আমাদের প্রবাসী শ্রমিক ভাইয়েরা, যাঁরা বিদেশে আছেন, সারা বছর কষ্ট করেন, আজকে হয়তো ইদের জামাতে যেতে পারবেন কিংবা যেতে পারবেন না, কিন্তু জাতির পক্ষ থেকে আমরা তাঁদেরকেও ইদ মোবারক জানাচ্ছি।"

এদিকে, ইউনুসের বক্তৃতার পর সাংবাদিক সম্মেলনে বিএনপির মহাসচবি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে, তা পালন করবে, এমনটাই প্রত্যাশা আমাদের।" গত ১৫ বছরের ইদের সঙ্গে এবারকার ইদের পার্থক্যটা কি জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, "অনেক পার্থক্য। এবার মুক্ত ও একটা আনন্দময় পরিবেশে আমরা ইদ পালন করছি।" অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা জানিয়েছেন, ইদের পর সংস্কার নিয়ে আলোচনা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় ইদের নমাজ পড়ার জন্য লক্ষ লক্ষ মানুষ ভিড় জমিয়েছেন।
  • আজ সোমবার জাতীয় ঈদগাহ ময়দানে নমাজে যোগ দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস।
  • সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন দলের নেতা-কর্মীরাও। সকলকে ইদের শুভেচ্ছা জানান তিনি।
Advertisement