shono
Advertisement
Bangladesh

পদ্মাপাড়ে ৯০ দিনে ইন্টারনেট চালুর প্রস্তাব, মাস্ককে বাংলাদেশে আমন্ত্রণ ইউনুসের

মাস্ককে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়ে কূটনৈতিক ও বাণিজ্যিক, দুই পথ খুলতে চাইছেন ইউনুস।
Published By: Kishore GhoshPosted: 08:51 PM Feb 23, 2025Updated: 08:55 PM Feb 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের। টেসলা এবং স্পেসএক্স কর্তা ইলন মাস্ককে বাংলাদেশে আমন্ত্রণ জানালেন তিনি। পদ্মাপাড়ে ৯০ দিনের মধ্যে ইলনের সংস্থার ইন্টারনেট চালু করারও প্রস্তাব দিলেন। ধনকুবের মাস্ক বর্তমানে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অন্যতম উপদেষ্টা, আমেরিকার ডিপার্টমেন্ট অফ এফিশিয়েন্সি-র দায়িত্বে। তাঁকে বাংলাদেশ আমন্ত্রণ জানিয়ে কূটনৈতিক এবং বাণিজ্যিক দুই পথ খুলতে চাইছেন ইউনুস।

Advertisement

বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ জানিয়েছে, গত ১৯ ফেব্রুয়ারি মাস্ককে চিঠি দিয়েছেন ইউনুস। সেই চিঠিতে ধনকুবের শিল্পপতিকে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়েছে। মাস্ক এলে দেশের তরুণরা উদ্বুদ্ধ হবেন, জানান প্রধান উপদেষ্টা। চিঠিতে বাংলাদেশে স্টারলিঙ্কের পরিষেবা চালু করার কথা বলেন ইউনুস। তিনি জানান, ওই পরিষেবা চালু হলে সুবিধা পাবেন যুবসমাজ থেকে প্রান্তিক মানুষ। পদ্মাপাড়ে ৯০ দিনের মধ্যে ইলনের সংস্থার ইন্টারনেট চালু করারও প্রস্তাব দেন তিনি। প্রথম আলো সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে বাংলাদেশে স্টারলিঙ্কের ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু করেছে ইউনুস সরকার।

প্রসঙ্গত, কদিন আগে আমেরিকা সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি এলন মাস্কের সঙ্গেও বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই সফরে ভারত-মার্কিন শুল্কনীতি নিয়ে কথা হয়। ভারতের চড়া আমদানি শুল্কের সমলোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতে টেসলার কারখানা নির্মাণ মার্কিন স্বার্থের জন্য ক্ষতিকর, এমন মন্তব্যও করেন ট্রাম্প।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কদিন আগে আমেরিকা সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি এলন মাস্কের সঙ্গেও বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  • বাংলাদেশে স্টারলিঙ্কের ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু করেছে ইউনুস সরকার।
Advertisement