shono
Advertisement
Muhammad Yunus

'ভিসা সেন্টার দিল্লি থেকে সরান', ইউরোপীয় ইউনিয়নের কাছে অনুরোধ ইউনুসের

সংখ্যালঘু হিন্দু নির্যাতনে উত্তাল বাংলাদেশ। যা নিয়ে কড়া বার্তা দিয়েছে ভারত।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 08:10 PM Dec 09, 2024Updated: 08:50 PM Dec 09, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করলেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যরা। সোমবার নানা বিষয় নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা করেন তাঁরা। এই বৈঠকেই ইইউ-র প্রতিনিধি দলের কাছে ইউনুস অনুরোধ জানান, ইইউ ভিসা সেন্টার যেন দিল্লি থেকে অন্য দেশে স্থানান্তর করা হয়। ফলে ফের একবার ভারত বিরোধিতার সুর শোনা গেল ইউনুসের গলায়।   

Advertisement

সংখ্যালঘু হিন্দু নির্যাতনে উত্তাল বাংলাদেশ। এই পরিস্থিতে আজ ঢাকা সফরে গিয়েছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরি। এদিনই দুপুর ১২টা নাগাদ ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের ২৮ জন রাষ্ট্রদূত। উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অফ ডেলিগেশন মাইকেল মিলার। সেখানেই তাঁরা বৈঠকে বসেন ইউনুসের সঙ্গে। জানা গিয়েছে, ইউরোপের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্কের সার্বিক পর্যালোচনা, সহযোগিতার নতুন ও সম্ভাবনাময় ক্ষেত্রসমূহ, বাণিজ্য, জলবায়ু পরিবর্তনের কারণে অস্তিত্ব সংকট মোকাবিলা, দ্রুত রোহিঙ্গা ইস্যু সমাধান-সহ নানা বিষয়ে আলোচনা হয়। উঠে আসে ইইউ ভিসা সেন্টারের প্রসঙ্গ।

বাংলাদেশিদের জন্য ইউরোপের দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় কিংবা প্রতিবেশী অন্য কোনও দেশে স্থানান্তরের অনুরোধ করে ইউনুস বলেন, 'ভারত বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করায় অনেক শিক্ষার্থী দিল্লি গিয়ে ইউরোপের ভিসা নিতে পারছেন না। ফলে তাঁদের শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের শিক্ষার্থী পাচ্ছে না। ভিসা অফিস ঢাকা অথবা প্রতিবেশী কোনও দেশে স্থানান্তর হলে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন উভয়ই উপকৃত হবে।' বৈঠকে অংশ নিয়ে বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ইতিমধ্যেই বুলগেরিয়া বাংলাদেশিদের জন্য তাদের ভিসা সেন্টার ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে স্থানান্তর করেছে। তিনি অন্য দেশগুলোকেও একই প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানান।

এদিনের আলোচনাতেও জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে প্রসঙ্গ তুলে ধরেন ইউনুস। তিনি বলেন, "গোটা ডিসেম্বর মাসজুড়ে আমরা বিজয় উদযাপন করি। বিজয়ের মাসে আপনাদের সঙ্গে এমন একটি আলোচনায় অংশ নিতে পেরে আমি খুব আনন্দিত। গত ১৬ বছর ধরে অত্যাচার, শোষণ, বলপূর্বক গুম, মানবাধিকার লঙ্ঘন হয়েছে।" হিন্দু নির্যাতন নিয়ে ভারত কড়া বার্তা দিয়েছে ঢাকাকে। এই প্রেক্ষিতে প্রথম থেকেই ইউনুস সরকার দাবি করছে ভারত অপপ্রচার চালাচ্ছে। এদিন দিল্লির নাম না করলেও বৈঠকে ইউনুস বলেন, "বাংলাদেশ সম্পর্কে ব্যাপক আকারে অপতথ্য ছড়ানো হচ্ছে। আমরা এই মিসইনফরমেশন রুখতে আপনাদের সহযোগিতা কামনা করি। জুলাই গণঅভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও তাঁর সহযোগীরা ব্যাপক টাকা পাচার করে নিয়ে গিয়েছেন।" সম্প্রীতি জাতীয় ঐক্যের লক্ষ্যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল ও ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের কথাও বলেন প্রধান উপদেষ্টা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করলেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যরা।
  • সোমবার নানা বিষয় নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা করেন তাঁরা।
  • বৈঠকেই ইইউ-র প্রতিনিধি দলের কাছে ইউনুস অনুরোধ জানান, ইইউ ভিসা সেন্টার যেন দিল্লি অন্য দেশে স্থানান্তর করা হয়।  
Advertisement