নিজস্ব সংবাদদাতা, ঢাকা: সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina Verdict)। এরপরই রাজধানী ঢাকা-সহ গোটা বাংলাদেশে উচ্ছ্বাসে ফেটে পড়ে হাসিনাবিরোধীরা। সেই উচ্ছ্বাস স্থান বিশেষে হিংসাত্মক আকার ধারণ করে। হাসিনা সরকারের আমলের রাষ্ট্রপতি ও স্পিকার আবদুল হামিদের কিশোরগঞ্জ জেলার মিঠামইন বাড়িতে হামলা চালানো হয়েছে বলে খবর। এছাড়াও হামলা চালানো হয় আওয়ামি লিগের নেতাকর্মীদের বাড়িতেও।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শেখ হাসিনার মামলার রায়ের পর রাতে বিএনপির আনন্দমিছিল থেকে একদল লোক প্রাক্তন রাষ্ট্রপতির বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে আসবাব, জানালার কাচ ও ছবি ভাঙচুর করে। তবে বাড়িতে কেউ না থাকায় কেউ হতাহত হননি। এদিকে বরিশাল জেলায় রায়ের খুশিতে মিষ্টি বিলি নিয়ে বিবাদে এক যুবক নিহত হয়েছে বলেও খবর।
মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের পর গতকাল রাতে মিঠামইন উপজেলা বিএনপি আনন্দমিছিল বের করে। মিছিলটি মিঠামইন বাজার থেকে কামালপুর গ্রামের দিকে যাওয়ার পথে ২০-৩০ জনের একটি দল মিছিল থেকে বের হয়ে হঠাৎ আবদুল হামিদের বাড়িতে হামলা চালায়। তারা মূল দরজা ভেঙে ভেতরে ঢুকে ঘরের জানালা, চেয়ার, আলমারি-সহ বিভিন্ন আসবাব ভাঙচুর করে।
পুলিশ বলছে, রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। হামলার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। প্রাক্তন রাষ্ট্রপতির বাড়ির আশপাশে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।
প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর দেশের দক্ষিণের জেলা বরিশালে মিষ্টি বিতরণ নিয়ে কথা কাটাকাটির জেরে বিএনপির সংগঠন ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে বরিশালের বাবুগঞ্জ ইউনিয়নের ঘটনা। নিহত রবিউল ইসলাম (২২) ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি। এই ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় রবিউলকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানায় ককটেল হামলায় তিন কনস্টেবল আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকের ঘটনা। কোটালীপাড়া থানার মহিলা কনস্টেবল আইরিন নাহার (৩১), কনস্টেবল আরিফ হোসেন (৩৩) ও নজরুল ইসলাম (৫২) আহত হয়েছেন। অপরদিকে ফেনী জেলার বিশিষ্ট আওয়ামি লিগ নেতা নিজাম হাজারীর বাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা। গত বছর ৫ আগস্ট শেখ হাসিনার পতনের দিনেও তার বাড়িতে হামলা হয়। মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে ফেনীতে উত্তেজনা ছড়িয়েছে। সোমবার রাতে শহরের রাজাঝি দিঘিরপাড় এলাকায় পৌরসভা প্রাঙ্গণের দেয়ালে থাকা টাইলসে খোদাই করা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার প্রতিকৃতি ভাঙচুর করা হয়।
