shono
Advertisement
Shah Rukh Khan-Rajinikanth

রজনীকান্তের সঙ্গে প্রথমবার পর্দায় শাহরুখ! কোন চরিত্রে দেখা যাবে কিং খানকে?

কোন ছবিতে দেখা যাবে তাঁদের?
Published By: Arani BhattacharyaPosted: 10:33 PM Dec 26, 2025Updated: 10:33 PM Dec 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার নাকি একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন শাহরুখ খান ও রজনীকান্ত। দুই সুপারস্টারকে একসঙ্গে দেখা যাবে এই আশায় বুক বাঁধছেন দর্শক। সম্প্রতি এক সাক্ষাৎকারে খোদ মিঠুন চক্রবতী এটি খোলসা করেছেন। যা শুনে রীতিমতো উচ্ছ্বসিত দর্শক অপেক্ষার প্রহর গোনাও শুরু করেছেন। কোন ছবিতে দেখা যাবে তাঁদের?

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে মিঠুনকে তাঁর আগামী ছবি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, "আমার আগামী কাজ সুপারস্টার রজনীকান্তের সঙ্গে 'জেলর ২'। এই ছবিতে আমি ছাড়াও থাকবেন মোহনলাল, রম্য কৃষ্ণান, শিবা রাজকুমার ছাড়াও শাহরুখ খান। শুধু তাই নয়, প্রত্যেককে আমার বিপরীতে দেখা যাবে। এবং এই ছবিতে শাহরুখকে দেখা যাবে ক্যামিও চরিত্রে।" সুতরাং বলা যায়, সব ঠিক থাকলে এই প্রথম রজনীকান্তের সঙ্গে দর্শক দেখতে পাবেন শাহরুখকে স্ক্রিন শেয়ার করতে।

নেলসনের পরিচালনায় ব্ল্যাক-কমেডি তথা অ্যাকশন ফিল্ম ‘জেলার’-এর প্রথম পর্বে রজনীকান্তের সঙ্গে দেখা গিয়েছিল মোহনলাল, জ্যাকি শ্রফ, শিবা রাজকুমার, রামিয়া কৃষ্ণাণ, তামান্নার মতো তারকাদের। ছবির ‘কাভালা’ গানটি তুমুল জনপ্রিয় হয়েছিল। ছবি মুক্তি পেতে পেতে ২০২৬। চলছে ছবির প্রি-প্রোডাকশনের কাজ। আসলে রজনীর ছবি মানেই দাক্ষিণাত্যে সেদিন উৎসব। বেঙ্গালুরু, চেন্নাইয়ের একাধিক অফিসে ছুটি ঘোষণা করা হয় ছবি মুক্তির দিন। এবারেও সেই ধারা অব্যাহত থাকবে বলেই মনে করছেন অনুরাগীরা। দোসর হয়েছেন এবার শাহরুখ অনুরাগীরাও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার নাকি একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন শাহরুখ খান ও রজনীকান্ত।
  • দুই সুপারস্টারকে একসঙ্গে দেখা যাবে এই আশায় বুক বাঁধছেন দর্শক।
  • সম্প্রতি এক সাক্ষাৎকারে খোদ মিঠুন চক্রবতী এটি খোলসা করেছেন।
Advertisement