shono
Advertisement
Bangladesh

'সংস্কার ছাড়া কোনওভাবেই নির্বাচন নয়', ইউনুসকে চ্যালেঞ্জ ছাত্রনেতা নাহিদের

'জুলাই সনদ' এই মাসেই আদায়ের পক্ষে জোরদার সওয়াল নাহিদ ইসলামের।
Published By: Sucheta SenguptaPosted: 08:37 PM Jul 03, 2025Updated: 08:46 PM Jul 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তীব্র ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের গত বছর বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেলজয়ী ডঃ মহম্মদ ইউনুস পদে বসার পর তথ্য উপদেষ্টা হন আন্দোলনকারী ছাত্রনেতা নাহিদ ইসলাম। তারপর অবশ্য ইউনুস সরকারের সঙ্গে নানা বিষয়ে মতানৈক্যের জেরে পদ ছেড়ে ছাত্ররা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামে দল গঠন করে এবং তাঁর প্রধান আহ্বায়ক হন নাহিদ ইসলাম। এবার বাংলাদেশে নির্বাচন নিয়ে ইউনুস সরকারের উপর চাপ বাড়ালেন একদা ইউনুসের উপদেষ্টা। বৃহস্পতিবার নাহিদ জানিয়েছেন, ''সংস্কার ছাড়া তার দল কোনও নির্বাচনে অংশগ্রহণ করবে না। এ ধরনের নির্বাচন জনগণের হতে পারে না।''

Advertisement

নাহিদ ইসলামের এই বক্তব্য নিয়ে নির্বাচন আয়োজন করলে অনিশ্চয়তা দেখা দেবে বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের। এদিন লালমনিরহাট শহরের মিশন মোড় চত্বরে জুলাই পদযাত্রার পথসভায় তিনি বলেন, ''একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য যে মৌলিক সংস্কারের প্রয়োজন, তা সম্পূর্ণ করতে হবে। জুলাই সনদ এই মাসেই আদায় করতে হবে। রাজপথে নামা তারই অংশ। নতুন সংবিধান, জুলাই ঘোষণাপত্র এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা-সহ তাঁর সহযোগীদের বিচার নিশ্চিত করতে হবে। গত ১৬ বছরে আওয়ামি লিগ সরকার জনগণের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে।''

এনসিপি আহ্বায়কের আরও বক্তব্য, ''যারা সহিংস রাজনীতিতে জড়িত ছিল, সন্ত্রাসবাদী ছিল, তাদের এখনও গ্রেপ্তার করা হয়নি। বরং বিভিন্ন জায়গায় পুনর্বাসনের চেষ্টা চলছে। এটা জনগণের সঙ্গে প্রতারণা। একঝাঁক স্বপ্ন দেখা তরুণের রক্তের বিনিময়ে এনসিপি গঠিত হয়েছে। তাঁদের আকাঙ্ক্ষা পূরণ করাই আমাদের লক্ষ্য। আমরা নতুন বাংলাদেশ গড়েছি। এবার সেটিকে এগিয়ে নিতে হবে সংস্কার, বিচার ও নতুন সংবিধানের মধ্য দিয়ে।'' এদিন লালমনিরহাটের পথসভায় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও কৈলাস রবিদাস-সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

এদিকে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ার বাস্তব অগ্রগতি নেই বলে অভিযোগ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির। তিনি বলেছেন, ''সংস্কারের আলোচনা ও প্রক্রিয়া চললেও বাস্তবে এর কোনও প্রতিফলনই দেখা যাচ্ছে না।'' তিনি আরও বলেন, ''এখনও ঘুষ, দুর্নীতি, লুটপাট অব্যাহত। এখনও বৈষম্য ও শোষণ-বঞ্চনা চলছেই। প্রধান উপদেষ্টা ও তাঁর উপদেষ্টাদের কাছে জানতে চাই, এখনও ঘুষখোর, দুর্নীতিবাজ ও লুটেরাদের আস্তানা ধ্বংস করতে না পারলে ক্ষমতায় আছেন কেন? এসব অব্যাহত থাকলে তা হবে জুলাই আন্দোলনের শহিদদের রক্ত ও তাঁদের আকাঙ্ক্ষার প্রতি অবমাননা হয়ে চলেছে।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলাদেশে নির্বাচনের আগে সংস্কারের জোরাল দাবি ছাত্রনেতার।
  • নাহিদ ইসলাম বললেন, 'সংস্কার ছাড়া তার দল কোনও নির্বাচনে অংশগ্রহণ করবে না।'
Advertisement