নিজস্ব সংবাদদাতা, ঢাকা: শেখ হাসিনাকে নিয়ে চাপানউতোর বাড়ছে ভারত-বাংলাদেশের মধ্যে। কয়েকদিন আগেই প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রত্যর্পণ চেয়ে দিল্লিকে সরকারিভাবে চিঠি পাঠিয়েছিল ঢাকা। যার কোনও উত্তর দেয়নি ভারতের বিদেশমন্ত্রক। কিন্তু এই ইস্যুতে এবার হঠাৎই সুরবদল মহম্মদ ইউনুসের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের। আজ বুধবার তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত না দিলেও দিল্লির সঙ্গে স্বাভাবিক সম্পর্ক অব্যাহত থাকবে।
কয়েকদিন আগে তৌহিদ হোসেন জানিয়েছিলেন বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দেওয়া হয়েছে। আজ সাংবাদিকদের মুখোমুখী হয়ে তিনি বলেন, "হাসিনাকে ফেরত না দিলেও দিল্লির সঙ্গে স্বাভাবিক সম্পর্ক অব্যাহত থাকবে। নতুন বছরে আমেরিকা, চিন ও ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতিকে অগ্রাধিকার দেওয়া হবে। কারণ এর সঙ্গে আমাদের স্বার্থ জড়িয়ে আছে। হাসিনা ইস্যু ছাড়াও ভারতের সঙ্গে দুদেশের অনেক স্বার্থের বিষয় রয়েছে। আমরা সেই বিষয়গুলো সামনে এগিয়ে যাব।" এছাড়া গঙ্গা জলবন্টন চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে বলেও জানান। রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, রাখাইন পরিস্থিতি পাল্টে গিয়েছে। এখন রোহিঙ্গা সংকট সমাধান সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
বিশ্লেষকদের মতে, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করে আসলে বদলাই নিতে চাইছে ইউনুস সরকার। ক্ষমতায় আসার পর থেকেই দেশ থেকে মুজিবের স্মৃতি মুছে ফেলতে তৎপর হয়েছে অন্তর্বর্তী সরকার। বিভিন্ন হাসপাতাল থেকে নাম মুছে গিয়েছে হাসিনার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরেছে রাষ্ট্রপতি ভবন থেকে। এমনকি মুজিবের বদলে জুলাই-আগস্ট আন্দোলনের ছবি নতুন নোট ছাপা হচ্ছে। পাঠ্যবই থেকেও সরছে মুজিবের লেখা, হাসিনার ছবি। ফলে ইউনুসের শাসনে বদল নয় বদলার দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। এখন তাদের লক্ষ্য হাসিনাকে কারাগারে বন্দি করে ক্ষমতা ধরে রাখার রাস্তা তৈরি করা।
কিন্তু এদিন তৌহিদ হোসেনের বক্তব্য নিয়ে অনেকেই মনে করছেন, হাসিনা ইস্যুতে সুর চড়ালে ভারতও হিন্দু নির্যাতন নিয়ে পালটা ভারত দিতে পারে বলে যানে ইউনুস সরকার। তাই এনিয়ে তারা জলঘোলা করতে চান না। এদিকে, এখন বাংলাদেশে জিনিসপত্রের লাগামছাড়া দাম। যা নিয়ে ক্ষোভ বেড়েছে সাধারণ মানুষের। বিদেশি মুদ্রার ভাঁড়ারেও টান পড়েছে। কিন্তু নানা মতবিরোধ থাকলেও সাহায্যের হাত বাড়িয়ে রেখেছে ভারত। পড়শি দেশে চাল, আলু, পিঁয়াজ, লঙ্কা রপ্তানি জারি রেখেছে দিল্লি। তাই নিজেদের স্বার্থেই এখন সুর নরম করছেন ইউনুসের উপদেষ্টা।