shono
Advertisement
Bangladesh

আজ ভাগ্য নির্ধারণ চিন্ময় প্রভুর, জেলমুক্তি নাকি ফের ষড়যন্ত্রের জালে জড়াবেন হিন্দু সন্ন্যাসী?

তিন হিন্দু আইনজীবী এগিয়ে এসেছেন আজ মামলা লড়ার জন্য।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 08:58 AM Jan 02, 2025Updated: 09:16 AM Jan 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি হবে। কিন্তু জেলমুক্তি কি ঘটবে তাঁর? নাকি ফের কোনও ষড়যন্ত্রের জালে কারাগারেই বন্দি থাকতে হবে ইসকনের এই সন্ন্যাসীকে? এই মুহূর্তে চিন্ময় প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। প্রথমে হামলার ভয়ে ওপার বাংলার কোনও আইনজীবীই তাঁর হয়ে মামলা লড়তে রাজি ছিলেন না। অবশেষে তিন হিন্দু আইনজীবী এগিয়ে এসেছেন সওয়াল করার জন্য। এই পরিস্থিতিতে ভাগ্য নির্ধারণ হবে চিন্ময় প্রভুর। 

Advertisement

গত ২৫ নভেম্বর বিকালে ইসকনের সন্ন্যাসীকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ২৬ তারিখ চট্টগ্রামের আদালতে তোলা হয় তাঁকে। আনা হয় রাষ্ট্রদোহ মামলা। শুনানি শেষে জামিন খারিজ হয়ে যায় চিন্ময় প্রভুর। এরপর হামলার মুখে পড়ে আইসিইউ-তে ভর্তি হতে হয় তাঁর আর এক আইনজীবীকে। এই গ্রেপ্তারি নিয়ে বাংলাদেশে প্রতিবাদের ঝড় তোলেন হিন্দুরা। কড়া বার্তা দেয় ভারতও। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। প্রায় দেড় মাস হয়ে গেলেও গারদের পিছনেই রয়েছেন চিন্ময় প্রভু। গত ৩ ডিসেম্বর চট্টগ্রাম আদালতে তাঁর শুনানি ছিল। কিন্তু 'প্রাণভয়ে' ৫১ জন আইনজীবী দলের কেউই চিন্ময়ের হয়ে আদালতে সওয়াল করতে আসেননি। ফলে পিছিয়ে যায় জামিন মামলার শুনানি। পরবর্তী শুনানির দিন ঠিক হয় ২ জানুয়ারি।

এর মাঝেই হিন্দু সন্ন্যাসীকে জেলবন্দি করে রাখতে নানা ফন্দি আঁটে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার! কয়েকদিন আগেই বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট সংবাদমাধ্যমে দাবি করে, চিন্ময় প্রভুর মুক্তি আটকাতে ৭০ জন হিন্দু সন্ন্যাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। যাতে কেউ তাঁর হয়ে আদালতে দাঁড়াতে না পারেন। কিন্তু হুমকির মুখেও মামলার লড়ার জন্য এগিয়ে আসেন প্রবীণ আইনজীবী রবীন্দ্র ঘোষ। কিন্তু আগাম জামিন মামলার শুনানিতে চট্টগ্রাম আদালতে শারীরিক হেনস্থার মুখে পড়তে হয় তাঁকে। পাশাপাশি সেই মামলাও খারিজ হয়ে যায়। এরপর অসুস্থ হয়ে সপ্তাহ দুয়েক আগে চিকিৎসার কারণে ভারতে আসেন রবীন্দ্র ঘোষ। গত ৩১ ডিসেম্বর বুকে ব্যথা নিয়ে ভর্তি হন এসএসকেএম হাসপাতালে। পরে জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। ফলে আজকের শুনানিতে থাকতে পারছেন না রবীন্দ্র ঘোষ। কিন্তু তিনি না এলেও আজ মামলা লড়তে রাজি হয়েছেন তিন হিন্দু আইনজীবী। সকলেরই নজর রয়েছে এই শুনানির দিকে।

কিন্তু প্রশ্ন উঠছে, আজ কি জেলমুক্তি ঘটবে চিন্ময় প্রভুর? নরম হবে ইউনুস সরকার? বাংলাদেশে হিন্দু নির্যাতন, হিন্দু সন্ন্যাসীর গ্রেপ্তারি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বিদেশ সচিব বিক্রম মিসরির ঢাকা সফরেও উঠে এসেছিল এই বিষয়গুলো। এদিকে, গত কয়েকদিনে হিন্দু নির্যাতন, নির্বাচন, মূল্যবৃদ্ধি নিয়ে ঘরে-বাইরে চাপ বেড়েছে প্রধান উপদেষ্টা ইউনুসের উপর। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে এখন নরম মনোভাব দেখাচ্ছে ইউনুস সরকার। ৩১ ডিসেম্বর প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ইউনুস। ভারতীয় দূতাবাসে গিয়ে রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মার সঙ্গেও বৈঠক করেন তিনি। গতকাল বাংলাদেশের সেনাপ্রধানও বলেন, আগামী দিনে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে। ফলে মনে করা হচ্ছে, আজকের শুনানিতেও এর প্রভাব পড়তে পারে। চাপের মুখে অন্তর্বর্তী সরকার নরম হয় কি না সেই এখন দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আজ বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি হবে।
  • কিন্তু জেলমুক্তি কি ঘটবে তাঁর? নাকি ফের কোনও ষড়যন্ত্রের জালে কারাগারেই বন্দি থাকতে হবে ইসকনের এই সন্ন্যাসীকে?
  • এই মুহূর্তে চিন্ময় প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।
Advertisement