shono
Advertisement

Breaking News

India-Bangladesh

ভারত ছাড়া গতি নেই, বুঝতে পেরে সুর নরম ইউনুসের! কী বললেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা?

এই মুহূর্তে নির্বাচন নিয়ে ঘরে-বাইরে প্রবল চাপে ইউনুস।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 08:43 PM Mar 03, 2025Updated: 08:41 AM Mar 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি ক্ষমতায় আসার পরই 'ভারত বিরোধিতা'র হাওয়া আরও জোরালো হয়েছে বাংলাদেশে। তাঁর অন্তর্বর্তী সরকারের একের পর নেতা ভারতকে আক্রমণ করে নানা মন্তব্য করছেন। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে তিনিও নয়াদিল্লিকে বিঁধেছেন। কিন্তু সেই মহম্মদ ইউনুসের গলাতেই উলটো সুর। এখন তিনি বলছেন, ভারতের সঙ্গে সম্পর্ক এখনও ভালো আছে, ভবিষ্যতেও থাকবে, ভালো না থেকে উপায় নেই। ঘরে-বাইরে প্রবল চাপে পড়েই কি সুর নরম ইউনুসের?

Advertisement

এই মুহূর্তে বিএনপি, জাতীয় পার্টি-সহ একাধিক রাজনৈতিক দলের একটাই দাবি, দ্রুত নির্বাচন। নতুন রাজনৈতিক দল খুলে ভোটযুদ্ধে নেমেছে বৈষম্যবিরোধী ছাত্ররা। যারা হাসিনাকে উৎখাত করে ইউনুসকে ক্ষমতায় এনেছিলেন। ভোট নিয়ে ভারত, আমেরিকা, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়নও ক্রমাগত চাপ বাড়িয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ইউনুস কথা বলেন বিবিসি বাংলার সঙ্গে। ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি জানান, "ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো। আমাদের সম্পর্কের কোনও অবনতি হয়নি। আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি আমাদের সম্পর্ক সব সময় ভালো থাকবে। এখনও ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। বাংলাদেশ-ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি এবং ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদের এত নিবিড় সম্পর্ক, সেটা থেকে আমরা সরে আসতে পারব না। তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা গিয়েছে। আমি বলছি মেঘ দেখা দিয়েছে। এই মেঘগুলো মোটামুটি এসেছে অপপ্রচার থেকে। এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছে। সেই ভুল বোঝাবুঝি থেকে আমরা বেরনোর চেষ্টা করছি।

দেশের প্রাক্তন শাসকদল আওয়ামি লিগের নাম না নিয়ে ইউনুস বলেন, "একটি দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা বিভিন্ন সভা-সমাবেশে মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছে। সম্প্রতি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাঁর বক্তব্যে দেশের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছিলেন "নিজেদের মধ্যে হানাহানি বন্ধ না করলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হবে।" এই বক্তব্যের ব্যাপারে জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেন, "এটা তো সব সময় থাকে। একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গিয়েছে বা তাদের নেতৃত্ব চলে গিয়েছে। কিন্তু তারা সর্বাত্মক চেষ্টা করছে দেশকে অশান্ত করার জন্য।"

সাক্ষাৎকারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, "অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি। আগের মতোই রয়েছে।" তবে তিনি স্বীকার করেন, পুলিশ এখনও পুরোপুরি আস্থার সঙ্গে কাজ করতে পারছে না। তিনি বলেন, "প্রথমদিকে সমস্যা ছিল যে পুলিশ বাহিনী যাকে দিয়ে আমরা কাজ করাচ্ছিলাম, তারা ভয়ে রাস্তায় নামছিল না। দু'দিন আগে তারা এদেরকে জনগণকে গুলি করেছে। কাজেই মানুষ তাদের দেখলেই সে ভয় পায়।"

আওয়ামি লিগকে রাজনীতিতে নিষিদ্ধ করার ব্যাপারে বিভিন্ন মহলের দাবির ব্যাপারে সরকারের ভাবনা জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেন, "আমি অত বিস্তারিত বলছি না। আমরা সবাই এই দেশের নাগরিক। আমাদের এই দেশের উপরে সমান অধিকার। আমরা সব ভাই ভাই। আমাদেরকে এই দেশেই বাঁচতে হবে। এই দেশ থেকে কারও অধিকার কেড়ে নেওয়ার কোনও অধিকার নেই। কিন্তু যে অন্যায় করেছে, তার বিচার হওয়া উচিত।" বিশ্লেষকদের মতে, মুখে ইউনুস যতই বলুন দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি এখন প্রবল চাপে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এই মুহূর্তে বিএনপি, জাতীয় পার্টি-সহ একাধিক রাজনৈতিক দলের একটাই দাবি, দ্রুত নির্বাচন।
  • নতুন রাজনৈতিক দল খুলে ভোটযুদ্ধে নেমেছে বৈষম্যবিরোধী ছাত্ররা।
  • ভোট নিয়ে ভারত, আমেরিকা, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়নও ক্রমাগত চাপ বাড়িয়ে যাচ্ছে।
Advertisement