সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডের ব্যর্থতা দূরে সরিয়ে রেখে আইপিএলে রান করার দিকে নজর দাও। সূর্যকুমার যাদবকে (Surya Kumar Yadav) পরামর্শ ভারতের কিংবদন্তি ওপেনার সুনীল গাভাসকরের (Sunil Gavaskar)। আইপিএলে রান পেলে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস ফিরে পাবেন সূর্যকুমার যাদব।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ওয়ানডে ম্যাচেই সূর্যকুমার যাদব প্রথম বলে ফিরে গিয়েছেন। আর এই ব্যর্থতার পরে ওয়ানডে দলে সূর্যকুমারের জায়গা পাওয়া নিয়েই প্রশ্ন ওঠার কথা।
মিচেল স্টার্কের ইনসুইং বলের মোকাবিলা করতে না পেরে প্রথম দুটো ওয়ানডে ম্যাচে এলবিডব্লিউ হয়েছিলেন। সিরিজ নির্ণায়ক ওয়ানডে ম্যাচে সূর্যকুমার যাদবকে সাত নম্বরে পাঠানো হয়। তবুও রান পাননি তিনি। চেন্নাইয়ে ২১ রানে হার মানে ভারতীয় দল।
[আরও পড়ুন: ‘রাহুল দ্রাবিড় আমার সঙ্গে কাজ করতে চায়নি’, ফাঁস করলেন ভারতের প্রাক্তন তারকা]
সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে গাভাসকর বলেছেন, ”সূর্যকুমার যাদব প্রথম বলে আউট হয়েছে। একবার নয়, তিন বার। সমস্যা ঠিক কোন জায়গায়, সেটা বলা খুব কঠিন। প্রথম দুটো ম্যাচে মিচেল স্টার্কের দুর্দান্ত দুটো ডেলিভারিতে আউট হয় সূর্যকুমার যাদব।”
কিন্তু এই ব্যর্থতার পরে কি পরবর্তী ওয়ানডে ম্যাচে জায়গা পাবেন সূর্যকুমার যাদব? গাভাসকর কি কোনও পরামর্শ দেবেন সূর্যকে? ভারতের প্রাক্তন ওপেনার বলেছেন, ”আইপিএলে কী ধরনের ফর্ম দেখায় তার উপরে অনেক কিছু নির্ভর করছে। এখনও বেশ কয়েকটি ওয়ানডে ম্যাচ রয়েছে। সেই সব ফ্যাক্টরের উপরে ভিত্তি করেই দেখতে হবে দলে জায়গা পাচ্ছে কিনা।”
গাভাসকর আরও বলেন, ”সূর্যকে এটা বুঝতে হবে যে কোনও ব্যাটসম্যানই ব্যর্থ হতে পারে। সেরা ব্যাটসম্যানও ব্যর্থ হতে পারেন। এখন ওকে সব ভুলে আইপিএলের দিকে নজর দিতে হবে। এই তিনটি ম্যাচ ভুলে গিয়ে আইপিএলে নেমে রান করতে হবে সূর্যকে। আইপিএলে রান পেলে পরের ওয়ানডে ম্যাচে আত্মবিশ্বাস নিয়ে ফিরতে পারবে।”