সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রনেতা থেকে অ্যাডভেঞ্চারে মগ্ন এক মানুষ৷ এই চরিত্রের মেলবন্ধনে এতদিন যাঁকে ভাবা হত, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ রাশিয়ার শাসক হিসেবে গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত নেওয়ার পর যাঁর অবসর কাটে ক্যারাটে কিংবা স্কুবা ডাইভিংয়ে৷ কিন্তু এবার সেই একই কৃতিত্বের অধিকারী হয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সর্বোচ্চ প্রশাসনিক পদের হাজারও দায়িত্ব সামলানোর পর তিনি জীবজগতের সন্ধান নিতে অংশগ্রহণ করেছেন ডিসকভারি চ্যানেলের সর্বাধিক জনপ্রিয় অনুষ্ঠান ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এ৷ আর মোদির এই ভূমিকায় তাঁর প্রশংসায় পঞ্চমুখ অনুষ্ঠানের জনপ্রিয় সঞ্চালক বিয়ার গ্রিলস৷
[আরও পড়ুন: নিজের মেয়েকে খুন করে আত্মঘাতী অভিনেত্রী, উদ্ধার সুইসাইড নোট]
আগামী ১২ তারিখ রাত ন’টায় ডিসকভারি চ্যানেলে সম্প্রচারিত হবে মোদি এবং সঞ্চালক বিয়ার গ্রিলসের শুট করা ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর সেই বিশেষ পর্বটি৷ এই শুটিংয়ের ফাঁকে কিন্তু মোদি এবং গ্রিলসের বেশ ভাব জমে গিয়েছিল৷ মোদি সম্পর্কে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করতে গিয়ে গ্রিলস বলছেন, ‘আপনারা প্রায়শয়ই তাঁকে মঞ্চে বক্তার ভূমিকায় দেখেন৷ প্রশংসা করেন৷ প্রকৃতি কিন্তু সকলের কঠিন পরীক্ষা নেয়৷ আপনি কত বড় নেতা তা কিন্তু প্রকৃতি দেখবে না৷ আর তার পরীক্ষায় পাশ করলে আপনি কতটা সাহসী বোঝা যাবে৷ মিস্টার মোদি সেই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ৷ তিনি সংকটের সময়েও শান্ত থাকেন৷’
গত ১৪ ফেব্রুয়ারি, পুলওয়ামা হামলার দিনই উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্কে বিয়ার গ্রিলসের সঙ্গে ওই বিশেষ পর্বের শুটিংয়ে ব্যস্ত ছিলেন মোদি৷ তার ফাঁকে ফাঁকে দুজনের একসঙ্গে জঙ্গলে ঘুরে বেড়িয়েছেন, গল্পগুজব করেছেন, সেলফি তুলেছেন৷ একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হয়েছেন৷ দিন কয়েক আগেই বিয়ার গ্রিলস নিজের টুইটারে ঘোষণা করেন এই বিশেষ পর্বটির কথা৷ জানান, আগামী ১২ আগস্ট রাত ৯টায় ডিসকভারির চ্যানেলের মাধ্যমে এক অন্য মোদিকে দেখবেন দেশবাসী৷ আর এবার সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে গ্রিলস স্পষ্টই বললেন, ‘সংকটের সময়ও মাথা ঠান্ডা রেখে সব কাজ করেন মোদি৷ ওনার সহজ-সরল জীবনযাত্রা এবং আচরণই আমার সবচেয়ে ভাল লেগেছে৷ আমরা জঙ্গলে ঘোরার সময় বৃষ্টি পড়ছিল৷ ওনার নিরাপত্তারক্ষীরা ছাতা মাথায় দিতে চাইছিলেন৷ কিন্তু মোদি তাঁদের বলেন যে ছাতা দরকার নেই, তাঁর কোনও অসুবিধা নেই৷’
[আরও পড়ুন: কর্মজীবনের ২৫ বছর পূর্তি, যাত্রাপথ ফিরে দেখলেন মীর]
গ্রিলস আরও বলেছেন, ‘আমি শুটিংয়ের শুরুতে ওনাকে বলেছিলাম, আপনাকে নিয়ে কাজ করছি বলে আপনাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করা আমার কর্তব্য৷ বন্য পশুর আক্রমণই হোক বা বিপদসংকুল পথঘাট, নদী-পাহাড়৷ আপনার নিরাপত্তার দায়িত্ব আমার৷ উনি আমার কথায় খুব ভরসা পেলেন৷ গোটা সময়টা উনি আমার কথা শুনেই কাজ করেছেন৷ দেহরক্ষীদেরও গুরুত্ব দেননি৷’ গ্রিলস এও বলছেন, এই প্রথমবার অন্য মোদিকে দেখতে পাবেন দেশবাসী৷ বোঝাই যাচ্ছে, মোদি ম্যাজিকে কতটা মুগ্ধ তিনি৷ এবার শুধু ১২ আগস্ট টেলিভিশনের পর্দায় অনুষ্ঠান দেখার অপেক্ষা৷ তারপরই দেশের প্রধানমন্ত্রীকে অন্য রূপে দেখতে পাবেন সবাই৷
The post ‘চরম সংকটের সময়েও শান্ত থাকেন’, Man Vs. Wild শুটিংয়ের ফাঁকে মোদির প্রশংসায় গ্রিলস appeared first on Sangbad Pratidin.