সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কয়েক সপ্তাহ ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল জি বাংলার পুরনো ও জনপ্রিয় ধারাবাহিক 'জগদ্ধাত্রী' শেষ হবে খুব তাড়াতাড়ি। এই খবরে রীতিমতো মন খারাপ হয়েছিল এই ধারাবাহিকের দর্শকের। টেলিপর্দায় প্রায় সাড়ে তিন বছরের পথচলা। যা টিআরপি তালিকায় অত্যন্ত ভালো নম্বর নিয়ে দর্শকের দরবারে এসেছে । এবার সত্যিই টেলিভিশনের পর্দায় শেষ হতে চলেছে 'জগদ্ধাত্রী'র পথচলা। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইতিমধ্যেই শেষদিনের বিভিন্ন মুহূর্ত।
বৃহস্পতিবার শেষ দিনের শুটিং হয়ে গিয়েছে 'জগদ্ধাত্রী' ধারাবাহিকের। এদিন কেক কেটে শেষ দিনের উদযাপনে মেতেছিল 'জগদ্ধাত্রী' টিমের প্রত্যেকে। ছিলেন ধারাবাহিকের মুখ্য দুই চরিত্রের অভিনেতা-অভিনেত্রী অর্থাৎ সৌম্যদীপ মুখোপাধ্যায় ও অঙ্কিতা মল্লিক। একে অপরকে এদিন কেক কেটে খাইয়ে দেন। গোটা 'জগদ্ধাত্রী'র জার্নিতে তাঁদের দু'জনকে নিয়ে নানা গুঞ্জন দানা বেঁধেছে। তবে সেসব দূরে সরিয়ে রেখে পর্দাতে নিজেদের রসায়ন বুনতেই ব্যস্ত ছিলেন অঙ্কিতা ও সৌম্যদীপ।
২০২২ সালে টেলিপর্দায় জার্নি শুরু হয় 'জগদ্ধাত্রী'র। পর্দায় অন্য স্বাদের ধারাবাহিক দর্শকের মন জিতে নিয়েছিল দুঁদে পুলিশ অফিসার 'জ্যাস সান্যাল'কে দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শক। অন্যদিকে 'স্বয়ম্ভূ' চরিত্রে সৌম্যদীপও ছিল দর্শকের নয়নের মণি। সব মিলিয়ে তাই 'জগদ্ধাত্রী' নিজেই নিজের তুলনা হয়ে উঠেছে।
