shono
Advertisement
Anuj Sachdeva

পড়শির সঙ্গে জোর বচসা, মাথা ফাটিয়ে টেলি অভিনেতাকে প্রাণে মারার হুমকি, প্রকাশ্যে 'রক্তাক্ত' ভিডিও

প্রমাণ স্বরূপ ভিডিও পোস্ট করে কী জানালেন জনপ্রিয় অভিনেতা?
Published By: Sandipta BhanjaPosted: 08:07 PM Dec 15, 2025Updated: 08:07 PM Dec 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিবেশীর হাতে আক্রান্ত টেলিদুনিয়ার জনপ্রিয় অভিনেতা। সোশাল মিডিয়ায় ঘটনার ভিডিও শেয়ার করে প্রমাণ দিয়েছেন অনুজ সচদেব। অভিযোগ, অভিনেতা নাকি পোষ্য সারমেয়কে লেলিয়ে দিয়েছিলেন পড়শির দিকে! যদিও পালটা অনুজের দাবি, ওই পড়শি নিজে ভুল জায়গায় গাড়ি পার্কিং করেছিলেন। আর সেই বিষয় নিয়ে প্রতিবাদ করতেই উলটে পড়শির রোষানলে পড়তে হল হিন্দি টেলিভিশনের খ্যাতনামা মুখ অনুজ সচদেবকে।

Advertisement

'ইয়ে রিসতা স্তা ক্যায়া কহলাতা হ্যায়' থেকে 'সাথ নিভানা সাথিয়া'র মতো একাধিক হিট সিরিয়ালে অভিনয় করেছেন অনুজ সচদেব। রবিবার রাতে সেই অভিনেতার উপরই চড়াও হন জনৈক পড়শি। অনুজ মুম্বইয়ের গোরেগাঁওয়ের এক বিলাসবহুল আবাসনের বাসিন্দা। সেখানেই এমন অনভিপ্রেত অভিজ্ঞতার শিকার হতে হল তাঁকে। ঠিক কী ঘটেছে? অনুজ সচদেবের শেয়ার করা ভিডিওতে দেখা গেল, প্রথমটায় কুকুর নিয়ে অভিনেতার বচসায় জড়ান ওই ব্যক্তি। চিৎকার করে ওই পড়শিকে বলতে শোনা যায়, 'কুকুর দিয়ে কামড় খাওয়াবি?' পালটা অভিনেতা যখন দাবি করেন, 'আপনিই তো ভুল জায়গায় গাড়ি রেখেছেন', তখন আচমকাই লাঠি হাতে অভিনেতার দিকে আসেন ওই পড়শি। শুধু তাই নয়, দিগ্বিদিগজ্ঞান হারিয়ে ওই লাঠি দিয়ে অনুজকে বেধড়ক মারা শুরু করেন এবং প্রাণে মারার হুমকি দেন ওই ব্যক্তি। আর সেই আক্রান্ত হওয়ার মুহূর্তই ক্যামেরাবন্দি করে প্রমাণ স্বরূপ সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অনুজ সচদেব। পরে দেখা যায়, নিরাপত্তরক্ষীদের মধ্যস্থতায় ওই আক্রমণকারীর হাত থেকে রেহাই পান অনুজ সচদেব।

অভিনেতার মন্তব্য, "এই লোকটি আমার কোনও ক্ষতি করার আগেই প্রমাণ হিসেবে আমি ভিডিওটা পোস্ট করলাম। উনি নিজে ভুল জায়গায় গাড়ি পার্ক করে আমার পোষ্যকে আর আমাকে আঘাত করেন। আমার মাথা থেকে রক্ত ঝরছে। আমি হারমনি মল রেসিডেন্সিতে থাকি। দয়া করে ভিডিওটি এমন ব্যক্তিদের পাঠান, যাঁরা যথাযথ ব্যবস্থা নিতে পারবেন।" আক্রান্ত অভিনেতার সমর্থনে এগিয়ে এসেছেন হিন্দি টেলিদুনিয়ার সহকর্মীরা। উল্লেখ্য, এর আগে দেশের পথকুকুরদের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন অনুজ সচদেব। এবার পোষ্যকে পড়শির হাত থেকে বাঁচাতে গিয়েই আক্রান্ত হতে হল অভিনেতাকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রতিবেশীর হাতে আক্রান্ত টেলিদুনিয়ার জনপ্রিয় অভিনেতা।
  • সোশাল মিডিয়ায় ঘটনার ভিডিও শেয়ার করে প্রমাণ দিয়েছেন অনুজ সচদেব।
Advertisement