সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্দায় জার্নি শুরু করেই রীতিমতো 'পরশুরাম'র ঘাড়ে নিঃশ্বাস ফেলা শুরু করেছে বিদ্যা ব্যানার্জি। তবে এই সপ্তাহে স্বস্তিকার ধারাবাহিককে পিছনে ফেলল পরশুরাম। ৭.০ রেটিং নিয়ে এই সপ্তাহেও সেরার সেরা হয়েছে তৃণা ও ইন্দ্রজিতের ধারাবাহিক 'পরশুরাম আজকের নায়ক'। সামান্য নম্বরের ব্যবধানে এই সপ্তাহেও দ্বিতীয়স্থানে রয়েছে স্বস্তিকার ধারাবাহিক, পেয়েছে ৬.৮ রেটিং।
এই সপ্তাহেও তৃতীয়স্থানে রয়েছে 'পরিণীতা', ধরে রেখেছে নিজের জায়গা। এই সপ্তাহে 'রাহুল' ও 'পারুল'র ধারাবাহিক পেয়েছে ৬.৭ নম্বর। স্বতন্ত্র-কমলিনীর বিয়ে থেকে নানা নতুন টুইস্ট যেন ধারাবাহিকে নতুন টুইস্ট এনেছে। এই সপ্তাহে ৬.৫ রেটিং নিয়ে চতুর্থস্থানে রয়েছে 'চিরসখা'। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে 'রাঙামতী তীরন্দাজ'। এই সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.২।
জীতু-শিরিনের ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার' এই সপ্তাহে ৬.১ রেটিং নিয়ে রয়েছে ষষ্ঠস্থানে। স্লট পরিবর্তন হতেই নম্বর কমেছে 'জগদ্ধাত্রী'র। এই সপ্তাহে যৌথভাবে ষষ্ঠস্থানে জায়গা করে নিয়েছে 'আমাদের দাদামণি' ধারাবাহিকের সঙ্গে। এই সপ্তাহে পেয়েছে ৬.০ নম্বর। ধারাবাহিকের শুটিং শেষ হয়ে গেলেও এখনও অবধি টিআরপি তালিকায় এখনও দেখা যাচ্ছে 'ফুলকি' ধারাবাহিকের উপস্থিতি। এই সপ্তাহে যৌথভাবে 'ও মোর দরদিয়া' ধারাবাহিকের সঙ্গে আট নম্বরে দেখা যাচ্ছে ফুলকির উপস্থিতি। পেয়েছে ৫.৬ রেটিং। আরাত্রিকা ও শ্রুতির ধারাবাহিকও কিন্তু বেশ জমিয়ে দিয়েছে টেলিভিশনের পর্দা। নবমস্থানে থাকা এই ধারাবাহিক পেয়েছে এই সপ্তাহে ৫.৬। আর সব শেষে দশমস্থানে রয়েছে 'লক্ষ্মী ঝাঁপি', চলতি সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৫।
