shono
Advertisement
Aligarh Muslim University

দুপুরের মেনুতে থাকবে 'গোমাংস'! নোটিস ঘিরে বিতর্ক আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে

কলেজ কর্তৃপক্ষের দাবি, এই ঘটনা 'টাইপো'।
Published By: Amit Kumar DasPosted: 09:42 PM Feb 09, 2025Updated: 09:43 PM Feb 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুরগি নয়, এবার থেকে দুপুরের মেনুতে দেওয়া হবে গোমাংস! এমনই বিতর্কিত নোটিস ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়াল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে। জানা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের স্যার শাহ সুলেমান হলে টাঙানো হয় এই নোটিস। যা মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। ঘটনায় কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠেছে অভিযোগের আঙুল।

Advertisement

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই বিতর্কিত নোটিসে ইংরেজিতে স্পষ্টভাবে লেখা হয়েছে, 'বেশিরভাগ পড়ুয়ার দাবি মেনে এই রবিবার দুপুরের খাবারের মেনুতে পরিবর্তন করা হয়েছে। মুরগির মাংসের পরিবর্তে এবার গোমাংসের বিরিয়ানি দেওয়া হবে। আমাদের রেসিডেন্ট সদস্যদের দাবি মেনেই এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। আশা করব আপনারা সকলে এই নয়া মেনু উপভোগ করবেন।' নিচে কলেজের ক্যান্টিনের দায়িত্বে থাকা দুই জনের নাম দেওয়া হয়েছে। নোটিসে তারিখ দেওয়া হয়েছে ৯ ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার। বিষয়টি নিয়ে শুরুতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনও মন্তব্য না করলেও বিতর্ক চরম আকার নিতেই মুখ খুলেছে বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, 'এই নোটিস অনিচ্ছাকৃত বানান ভুল। টাইপিং মিসটেকের কারণে সঙ্গে সঙ্গে আমরা সেটি খুলেও নিয়েছি।' পাশাপাশি আরও দাবি করা হয়েছে, 'এই নোটিসে কোনও সরকারি সাক্ষর ছিল না।' পাশাপাশি এই নোটিস কাণ্ডে দুই সিনিয়র ছাত্রের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। ভুয়ো নোটিস জারি করার অভিযোগে শোকজ করা হয়েছে ওই দুজনকে। এদিকে এই ঘটনার তীব্র নিন্দায় সরব হয়েছে বিজেপি। ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র তথা বিজেপি নেতা নিশীথ শর্মা এই ঘটনার নিন্দা জানিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মুরগি নয়, এবার থেকে দুপুরের মেনুতে দেওয়া হবে গোমাংস!
  • এমনই বিতর্কিত নোটিস ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়াল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে।
  • কলেজ কর্তৃপক্ষের দাবি, এই ঘটনা 'টাইপো'।
Advertisement