shono
Advertisement

ফের স্কুলে ছাত্রীর যৌন হেনস্তার অভিযোগ, প্রতিবাদে পথ অবরোধ অভিভাবকদের

'বিশ্বাস করতে পারছি না', প্রতিক্রিয়া প্রধান শিক্ষিকার। The post ফের স্কুলে ছাত্রীর যৌন হেনস্তার অভিযোগ, প্রতিবাদে পথ অবরোধ অভিভাবকদের appeared first on Sangbad Pratidin.
Posted: 06:27 PM Feb 21, 2018Updated: 06:42 PM Feb 21, 2018

অরিজিৎ গুপ্ত, হাওড়া: কমলা গার্লসের পর এবার বেলুড় গার্লস হাইস্কুল। এবার সরকারি স্কুলের প্রাথমিক বিভাগের এক ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ। অভিযুক্ত স্কুলের কেয়ারটেকার। বুধবার বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। স্কুলের সামনে জিটি রোডে ঘণ্টা দেড়েক চলে অবরোধ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে, অভিযোগের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করলেও, বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বেলুড় গার্লস হাইস্কুলের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষিকা জয়শ্রী মুখোপাধ্যায়।

Advertisement

[পড়া না পারার শাস্তি হিসেবে ছাত্রীর কাছে চুমুর আবদার, গ্রেপ্তার শিক্ষক]

হাওড়ার বেলুড়ে মেয়েদের একটিই সরকারি স্কুল। বেলুড় গার্লস হাইস্কুল। অন্য সরকারি স্কুলগুলির মতোই এই স্কুলের প্রাথমিক বিভাগ রয়েছে। বেলুড় গার্লসের স্কুলের বিল্ডিংয়ে নয়, অন্য একটি বিল্ডিংয়ে প্রাথমিক বিভাগের পঠনপাঠন চলে। ছেলে ও মেয়ে মিলিয়ে পড়ুয়া প্রায় ৮০০। জানা গিয়েছে, প্রায় ১৫-২০ বছর ধরে প্রাথমিক বিভাগের কেয়ারটেকার হিসেবে কাজ করছেন সুশান্ত দাস। স্কুলেরই চারতলায় থাকেন তিনি। অভিযোগ, গত কয়েক দিন ধরে স্কুল চলাকালীন দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন হেনস্তা করেছেন তিনি। পরিবারের লোকের দাবি, বৃহস্পতিবার ওই ঘটনার কথা তাঁদের জানায় ওই শিশুটি। এরপরই বেলুড় গার্লস হাইস্কুলের প্রাথমিক বিভাগের স্কুলের জড়ো হন অভিভাবকরা। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। জিটি রোডে অবরোধও হয়। প্রায় ঘণ্টা দেড়েক ধরে চলে অবরোধ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে স্কুলের দীর্ঘদিনের কেয়ারটেকারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষিকা জয়শ্রী মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘বিশ্বাস করতে পারছি না। দীর্ঘদিন ধরেই কেয়ারটেকার হিসেবে কাজ করছেন ঊনি। বিষয়টি খতিয়ে দেখছি।’

[পরীক্ষায় বসার দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে ঘেরাও পড়ুয়াদের] 

দিন কয়েক আগে নবম শ্রেণির এক ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছিল দক্ষিণ কলকাতা কমলা গার্লস হাইস্কুলে। অভিযোগ, স্কুলে ভিতরে ওই ছাত্রীকে যৌন হেনস্তা করেছেন অশিক্ষক কর্মী মলয় কুমার বড়ুয়া। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তারও করে পুলিশ। তারও আগে দক্ষিণ কলকাতারই অন্যতম নামী স্কুলে জিডি বিড়লায় সাড়ে চার বছরের একটি শিশুকে যৌন হেনস্তার অভিযোগে শোরগোল পড়েছিল শহরে। নাচের শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল কারমেল প্রাইমারিতে।

[রুবি স্টার চিটফান্ডের দপ্তরে সিবিআই হানা, বাজেয়াপ্ত বহু নথি]

The post ফের স্কুলে ছাত্রীর যৌন হেনস্তার অভিযোগ, প্রতিবাদে পথ অবরোধ অভিভাবকদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement