সুদীপ রায়চৌধুরী: একদিকে ক্রিকেট বিশ্বকাপে (ICC World Cup 2023) ইডেন গার্ডেন্সে দুরন্ত ছন্দে ‘মেন ইন ব্লুজ’। জন্মদিনে সেঞ্চুরি হাঁকিয়ে নিন্দুকদেরও মন জয় করে নিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। উচ্ছ্বাসে ভাসছেন ক্রিকেটপ্রেমীরা। রবিবার কলকাতায় যেন উৎসবের আমেজ। আর কলকাতার এই ক্রিকেটপ্রেমকে স্মরণীয় করে রাখতে এদিনই বড়সড় ঘোষণা করলেন রাজ্যপাল। এদিন আমজনতাকে রাজভবনে ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দেখার সুযোগ করে দিয়েছেন সি ভি আনন্দ বোস (C V Anand Bose)। রাজভবনের লনে ৫০০ জনের বসার ব্যবস্থা হয়েছে, রয়েছে জায়ান্ট স্ক্রিন। আর তারই মাঝে রাজ্যপাল ঘোষণা করলেন, ১০০ জন স্কুলপড়ুয়াকে বাছাই করে তৈরি হবে গভর্নরস সেঞ্চুরি গ্রুপ। তাদের প্রশিক্ষণের দায়িত্ব নেবে রাজভবন। মিলবে পুরস্কারও। ছোটদের মধ্যে ক্রিকেট উৎসাহ বাড়িয়ে তুলতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।
রবিবার বিশ্বকাপে রোহিত-ডি ককদের ম্যাচ দেখতে দেখতেই বাংলার ক্রিকেট নিয়ে নতুন ভাবনাচিন্তার কথা শোনালেন রাজ্যপাল। তিনি জানান, ”এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে, রাজভবন (Rajbhaban) গভর্নরস সেঞ্চুরি গ্রুপ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। স্কুল কর্তৃপক্ষ এবং বিচারক মণ্ডলী দ্বারা নির্বাচিত একশো স্কুলপড়ুয়াকে বেছে নেওয়া হবে ভবিষ্যতে প্রতিভাবান ক্রিকেটার (Cricketer) হিসেবে। তাদের ভালো ক্রিকেটার হিসাবে গড়ে তোলার জন্য রাজভবন প্রশিক্ষণের দায়িত্ব নেবে। প্রয়োজনীয় সমস্ত সুযোগ-সুবিধা পাবে তারা। থাকছে পুরস্কারও। প্রাথমিকভাবে ১০ হাজার টাকা, একটি স্মারক ও সার্টিফিকেট দেওয়া হবে।” জানা গিয়েছে, কলকাতা এবং দার্জিলিংয়ের রাজভবনের ক্যাম্পাসে ট্রেনিং হবে।
[আরও পড়ুন: এভাবেও ঈশ্বরকে ছোঁয়া যায়…, ক্রিকেটের নন্দনকাননেই ওয়ানডে-তে ৪৯তম সেঞ্চুরি কোহলির]
বিশ্বকাপের ম্যাচ দেখানোর পাশাপাশি রাজ্যের ক্রিকেট উন্নয়নে রাজ্যপালের এই উদ্যোগে স্বভাবতই খুশি ক্রিকেটপ্রেমীরা। অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব, পড়ুয়াদের মধ্যে থেকে ভাবী প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করা। এই জন্য রাজভবনের তরফেও একটি বিশেষ জুরি বোর্ডকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যপালের তৈরি সেঞ্চুরি গ্রুপের সদস্যরা সবচেয়ে ভালো প্রশিক্ষণ পাবেন বলে আশ্বাস দিয়েছেন সি ভি আনন্দ বোস। জানা গিয়েছে, পরবর্তীতে এ ধরনের কর্মসূচি বিশ্ববিদ্যালয়গুলিতেও হবে।