অর্ণব দাস, বারাকপুর: পিকনিক নিয়ে বচসার জের। অর্জুনগড় ভাটপাড়ায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের দলবলের বিরুদ্ধে। যুবকের পরিবারের সদস্যদেরও মারধর করা হয় বলে অভিযোগ। ভাঙচুর চলে বাড়িতেও। বুধবার রাতে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের ১ নম্বর বঙ্কিমপল্লিতে। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন স্থানীয় বিজেপি নেতারা।
জানা গিয়েছে, আক্রান্তের নাম জিৎ তেওয়ারি। উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের ১ নম্বর বঙ্কিমপল্লির বাসিন্দা তিনি। বুধবার রাতে তাঁকে মারধর ও বাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। আক্রান্তের বোন বেবি তেওয়ারি বলেন, "দাদা পিকনিক করছিল। তখন কাউন্সিলর পিনাকী দাস দাদাকে বারণ করেন। দাদা শোনেনি। এতেই সমস্যা। আচমকা কাউন্সিলরের দলবল দাদাকে বেধড়ক মারধর করে। তারপর বাড়িতে এসে আমাকে, মা-বাবাকেও ওরা মারধর করেছে। ঘরের জিনিস ভেঙেছে।"
এ নিয়ে বিজেপি নেতা সঞ্জয় সিং বলেন, "আগামী বিধানসভা ভোট নিয়ে তৃণমূল ভয় পাচ্ছে। তাই বিজেপি কর্মীদের হুমকি দেওয়া, ভয় দেখানো শুরু হয়েছে। আমাদের দলের কর্মীকে পিকনিকে মারধর ও বাড়িয়ে হামলা চালানো হয়েছে। কিন্তু পুলিশ অভিযোগ নিচ্ছে না। উলটো আক্রান্তের পরিবারকে আটক করেছে। তাই অনলাইনে অভিযোগ জানানো হয়েছে।" যদিও অভিযোগ অস্বীকার করে ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন, "কেউ কারও বিরুদ্ধে অভিযোগ করতেই পারে। ঘটনাটি কতটা সত্য সন্দেহ রয়েছে। এছাড়া মারধরের প্রমাণ, ফুটেজ কোথাও দেখা যায়নি। তাই গোটা ঘটনা তদন্ত সাপেক্ষ।"
