সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: আইসিসিইউতে ভর্তি থাকা কিশোরীকে একাধিকবার শ্লীলতাহানির অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে। এক সাফাইকর্মী এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। অভিযোগ পেয়েই দ্রুত পদক্ষেপ করেছে পুলিশ। অভিযুক্ত সাফাইকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম বিনোদ পণ্ডিত।

জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় নেতড়া এলাকার বাসিন্দা ওই কিশোরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই ক্রিটিকাল কেয়ার ইউনিট বা আইসিসিইউতে স্থানান্তরিত করা হয়। ওই রাতেই তাকে শ্লীলতাহানি করা হয় বলে খবর। শুধু তাই নয়, একাধিক বার তাঁকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। সোমবার পরিবারের লোকজন ওই কিশোরীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।
তখন ওই কিশোরী গোটা ঘটনার কথা তার মাকে জানায়। ঘটনার কথা শুনেই ক্ষোভ ছড়িয়ে পড়ে পরিবারের সদস্যদের মধ্যে। মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হয়। ডায়মন্ড হারবার থানাতেও পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের হয়। দ্রুত ঘটনার তদন্তে নেমে বিনোদ পণ্ডিত নামে ওই সাফাইকর্মীকে গতকাল রাতেই গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে, রায়নগরের ওই বাসিন্দা চুক্তিভিত্তিক সাফাইকর্মী হিসেবে সেখানে কাজ করেন। ঘটনায় আরও একজন জড়িত বলে খবর। সেই ব্যক্তি গা ঢাকা দিয়েছেন। পুলিশ তাঁরও খোঁজ করছে।
সরকারি হাসপাতালে এই ঘটনা ঘটায় ক্ষোভ দেখা দিয়েছে। আইসিইউর মধ্যে কীভাবে এই ঘটনা একাধিকবার হতে পারে? সেখানেও কি রোগীনিদের নিরাপত্তা নেই? সরকারি হাসপাতালে নজরদারি কোথায়? আর জি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত। তারপরও এই ঘটনা কী করে হয়? আইসিইউর মধ্যে একাধিকবার কীভাবে একজন সাফাইকর্মী যেতে পারেন? সেসব প্রশ্ন উঠেছে। হাসপাতালের তরফ থেকেও ঘটনার তদন্ত হবে বলে জানানো হয়েছে। তদন্ত কমিটিও তৈরি হয়েছে বলে খবর।