shono
Advertisement

এবার সড়কপথে কলকাতা থেকে শিলিগুড়ি যেতে কর লাগবে ১০০০ টাকা

কলকাতা-শিলিগুড়ি জাতীয় সড়কের কাজে কেন্দ্র-রাজ্য তৎপর, বসছে দশটি টোলপ্লাজা৷ The post এবার সড়কপথে কলকাতা থেকে শিলিগুড়ি যেতে কর লাগবে ১০০০ টাকা appeared first on Sangbad Pratidin.
Posted: 02:54 PM Nov 08, 2016Updated: 09:24 AM Nov 08, 2016

তরুণকান্তি দাস: একদিকে রাজ্য৷ অন্যদিকে কেন্দ্র৷ যৌথ উদ্যোগে দ্রুত শিলিগুড়িগামী জাতীয় সড়কের কাজ শেষ করতে সমঝোতার পথে উভয়পক্ষ৷ বারাসত থেকে কৃষ্ণনগর পর্যন্ত যে সব জায়গায় জট রয়েছে তা কাটিয়ে উঠতে বারবার বৈঠকে রাজ্য৷ অন্যদিকে ডালখোলাও রায়গঞ্জের সমস্যা মিটিয়ে দ্রুত কাজ শেষ করতে স্থানীয় প্রশাসনের সাহায্য নিচ্ছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ৷ এবং এই ঝাঁ চকচকে সড়ক ধরে শিলিগুড়ি পৌঁছতে টোলপ্লাজা কোথায় কোথায় বসবে তার স্থানও ঠিক হয়ে গিয়েছে৷
জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে খবর, কমপক্ষে দশটি টোলপ্লাজা হচ্ছে এই রাস্তায়৷ কলকাতা থেকে জাতীয় সড়ক ধরে গাড়িতে শিলিগুড়ি পৌঁছতে প্রায় হাজার টাকা টোল ট্যাক্স লাগবে৷ জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানাচ্ছে, কলকাতা থেকে কৃষ্ণনগর পর্যন্ত রাজ্য পূর্ত দফতর ও বাকি অংশটুকুর কাজ করবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ৷ কিন্তু পরে পুরোটাই যেহেতু কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রালয়ের হাতে আসবে তাই টোল প্লাজা নিয়ে সিদ্ধান্ত নেবে তারাই৷ সেই মোতাবেক প্রাথমিকভাবে কোথায় কোথায় টোল প্লাজা বসবে তা ঠিক হয়েছে৷ তার জন্য পরিকাঠামো বজায় রেখেই রাস্তার কাজ হবে৷ তবে এখনও পর্যন্ত চাকদা, আমডাঙা, বিরহী, ফুলিয়ার মতো এলাকার জমি জট কাটেনি৷ ফলে কাজ শেষ হতে সময় লাগবে৷ রাজ্য এ নিয়ে কোনও ঢিলেমি চায় না৷
কেন্দ্রের আশা ছিল, নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে উত্তরবঙ্গগামী জাতীয় সড়ক ছয় লেন করার কাজ৷ কিন্তু নানা সমস্যার জেরে তা হয়নি৷ কিছুদিন আগে রাজ্য এগিয়ে এসে বিমানবন্দর থেকে কৃষ্ণনগর পর্যন্ত কাজের দায়িত্ব নেয়৷ তবে সমস্ত জটিলতা এখনও কাটিয়ে ওঠা যায়নি৷ এদিকে আগে এই অংশের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থা আইনের পথে হেঁটে সমস্যা বাড়িয়ে দিয়েছে৷ যদিও রাজ্য চায় দ্রুত কাজ শেষ করতে৷
তবে ডালখোলা, ইসলামপুর বাইপাস ও রায়গঞ্জে যে সমস্ত স্থানে জমি-জট রয়েছে তার সমাধানের উদ্যোগের পাশাপাশি বাকি অংশে এখন কাজ চলছে দ্রুত গতিতে৷ কিন্তু এখনই মানুষের প্রশ্ন, ক’টি টোলপ্লাজা বসবে, কতগুলি স্থানে রোড-ট্যাক্স গুনতে হবে এই সড়কে? তা ছাড়া ঠিক কোথায় কোথায় রাস্তার জমি নিয়ে সমস্যা কাটেনি? প্রাথমিকভাবে জানা গিয়েছে, সব মিলিয়ে দশটি টোলপ্লাজা থাকছে৷ এখন ডালখোলা পর্যন্ত চারটি টোলপ্লাজা রয়েছে৷ তা বেড়ে হবে সাতটি৷ অর্থাৎ নতুন তিনটি স্থানে কর দিতে হবে গাড়িগুলিকে৷ ডালখোলা থেকে শিলিগুড়ি দু’টি টোলপ্লাজা আছে৷ বারাসতের লাগোয়া ময়না বা বেথুয়াডহরিতে নতুন টোলট্যাক্স আদায়ের পরিকাঠামো গড়া হচেছ৷ অর্থাৎ কলকাতা থেকে যাত্রা শুরুর পর প্রথম বেথুয়াডহরি বা বারাসাতেই সড়ক-কর দিতে হবে বলে জানাচ্ছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের এক কর্তা৷ দূরত্ব অনুযায়ী কর আদায়ের যে নীতি রয়েছে সেটাই লাগু হবে৷ এবং সব মিলিয়ে প্রায় এক হাজার টাকা লাগবে সড়ক-কর৷
জাতীয় সড়ক কর্তৃপক্ষের এক কর্তা বলেন, বারাসাতে রেলগেটে ফ্লাইওভার হবে না কি আন্ডারপাস সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এখানে জমি পেতে গেলে সরকারি প্রতিষ্ঠানে হাত পড়বে৷ ভাঙা পড়বে বেশ কিছু বাড়ি৷ তাছাড়া রেলের রেক খালি করা হয় যেখানে, সেই পথ বন্ধ হয়ে যেতে পারে৷ তবে রাজ্য বিষয়টিতে হাত দেওয়ার পর ধীরে ধীরে সমস্যা কাটছে৷
এই জাতীয় সড়ক প্রায় ৪৪৩ কিলোমিটার পার করে ডালখোলায় গিয়ে সংযুক্ত হবে ৩১ নম্বরে৷ যা যাবে শিলিগুড়ি পর্যন্ত৷ বারাসত, কৃষ্ণনগর, পলাশি, বহরমপুর, মোরগ্রাম, জঙ্গিপুর, ফরাক্কা, ইংরেজবাজার, রায়গঞ্জ, করণদিঘি হয়ে পৌঁছবে ডালখোলায়৷ জাতীয় সড়ক কর্তৃপক্ষ কাজের সুবিধার জন্য এটিকে কয়েক ভাগে ভাগ করেছে৷ কলকাতা থেকে কৃষ্ণনগর, সেখান থেকে বহরমপুর হয়ে ফরাক্কা (১০৩ কিমি), ফরাক্কা থেকে রায়গঞ্জ (১০৩ কিমি), রায়গঞ্জ থেকে ডালখোলা (৫০ কিমি)৷ এর মধ্যে নদিয়া, বহরমপুর, ইসলামপুর ও ডালখোলায় সবচেয়ে বেশি সমস্যা দেখা দিয়েছিল৷ বিল্ট অন ট্রান্সফারের ভিত্তিতে প্রকল্পটি গড়া হবে বলেই কমপক্ষে দশটি স্থানে টোলপ্লাজা বসতে চলেছে৷ তবে কোন গাড়ির জন্য কোথায় কত কর দিতে হবে তা ঠিক হবে কাজ শেষ হওয়ার পর৷ দূরত্ব অনুযায়ী৷ তা অবশ্য যাবে বেসরকারি হাতে৷ জাতীয় সড়ক কর্তৃপক্ষের এক কর্তা বলেন, এ জন্য নির্দিষ্ট কমিটি আছে৷ তার সুপারিশ অনুযায়ী কাজ করছি আমরা৷

Advertisement

The post এবার সড়কপথে কলকাতা থেকে শিলিগুড়ি যেতে কর লাগবে ১০০০ টাকা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement