Advertisement
সন্ধ্যা নামলেই 'আলো আঁধারি'র খেলা দিঘায়! মাত্র ২০ টাকাতেই পর্যটকদের জন্য নতুন চমক
সমুদ্র, জগন্নাথ মন্দিরের পর এবার সৈকত শহরে নতুন চমক লেজার পার্ক।
দিঘায় ঘুরতে আসা পর্যটকদের জন্য খুশির খবর! সমুদ্র, জগন্নাথ মন্দিরের পর এবার সৈকত শহরে নতুন চমক লেজার পার্ক। বছর শেষের ছুটির মরসুমে এবং নববর্ষের আবহে পর্যটকদের বিনোদনের জন্য নতুন আকর্ষণ এটি। যা দেখতে ইতিমধ্যে ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকরা।
দিঘার মূল আকর্ষণ সবসময় সমুদ্র। ছোট্ট ছুটি পেলেই হলেই হল! সঙ্গে সঙ্গে দে ছুট। শুধু তাই নয়, নবনির্মিত জগন্নাথ মন্দিরের টানেও এখন অনেকে সৈকত শহরে ছুটে আসছেন। এবার এর সঙ্গে জুড়ল লেজার পার্ক।
এই পার্ক বছর শেষে দিঘায় আসা পর্যটকদের জন্য অতিরিক্ত বিনোদনের সুযোগ তৈরি করবে বলেই মনে করছেন আধিকারিকরা। শুধু তাই নয়, সমুদ্রের মজা নেওয়ার পাশাপাশি পর্যটকদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে বলে মনে করা হচ্ছে।
দিনে সমুদ্র উপভোগ ও জগন্নাথ মন্দির দর্শন করার পর সন্ধ্যায় দিঘার বাইপাশ লাগোয়া কাজলা দিঘিতে বিশেষ এই লেজার শোয়ের মজা নেওয়া যাবে। যেখানে মনোরম পরিবেশে মিউজিকের সঙ্গে আলোর রোশনাইয়ে লেজার শো উপভোগ করতে পারবেন পর্যটকেরা। মনে করা হচ্ছে, দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের এই অভিনব পার্ক দিঘার পর্যটনকে আরও আকর্ষণীয় করে তুলবে।
কটা থেকে লেজার পার্কের মজা নিতে পারবেন পর্যটকরা? জানা গিয়েছে, দিঘা লেজার পার্কের সময়সূচি সকাল ৯:০০ টা থেকে রাত ৯:০০ টা পর্যন্ত। তবে লেজার শো হবে সন্ধ্যায়। সন্ধ্যা ৬:০০ টা থেকে এই শো শুরু হবে। যা চলবে রাত ৯:০০ টা।
Published By: Kousik SinhaPosted: 07:24 PM Dec 29, 2025Updated: 07:26 PM Dec 29, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
