shono
Advertisement

ফের অসমে দুই বাঙালি খুন, কাটা পড়ল আরও দু’জনের হাত

অভিযোগ দু’জনকে গলা কেটে খুন করেছে দুষ্কৃতীরাই৷ The post ফের অসমে দুই বাঙালি খুন, কাটা পড়ল আরও দু’জনের হাত appeared first on Sangbad Pratidin.
Posted: 12:22 PM Feb 10, 2019Updated: 02:03 PM Feb 10, 2019

সৈকত মাইতি: আবারও অসমে খুন দুই বাঙালি৷ গলা কেটে খুন করা হয়েছে তাঁদের৷ হাত কেটে নেওয়া হয়েছে আরও দু’জনের৷ মৃতদের একজনের নাম হামিদুল ইসলাম, বয়স ২৮৷ মৃত দু’জনই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বাসিন্দা বলে জানা গিয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ৷ অনুমান করা হচ্ছে ব্যক্তিগত শত্রুতার জেরেই দু’জনকে খুন করেছে দুষ্কৃতীরা৷

Advertisement

[কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে, ফের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধন ]

জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থেকে অসমের তিনসুকিয়ার দুমদুমায় কাজের উদ্দেশ্যে গিয়েছিল সাত-আটজন শ্রমিকের একটি দল৷ সেই দলেরই সদস্য ছিলেন মৃত দুই শ্রমিক৷ সেখানে একটি আসবাব তৈরির কারখানায় কাজ করতেন এঁরা৷ থাকতেন একটি বাড়ি ভাড়া নিয়ে৷ সূত্রের খবর, কয়েকদিন আগে তাঁদের সঙ্গে অজ্ঞাত পরিচয় কয়েকজনের ঝামেলাও হয়৷ সম্ভবত টাকা-পয়সা নিয়ে তাঁদের মধ্যে বচসা হয়৷ এরপর গতকাল অর্থাৎ শনিবার হঠাৎই এদের উপর হামলা চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা৷ গলা কেটে খুন করা হয় হামিদুল ইসলাম ও আরও একজনকে৷ বাধা দিতে গেলে হাত কেটে দেওয়া হয় আরও দু’জনের৷ রবিবার সকালে দুমদুমা থানা থেকে এই খুনের খবর জানানো হয় পাঁশকুড়া থানায়৷ এরপরই খবর দেওয়া হয় মৃতদের বাড়িতে৷ শোকে ভেঙে পড়ে তাঁদের পরিবার৷ অসমের প্রশাসনের সহায়তায় দ্রুত মৃতদের দেহ রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা শুরু হয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে দুমদুমা থানার পুলিশ৷

[বিধায়ক খুনে মুকুল রায়ের বিরুদ্ধে এফআইআর, সাসপেন্ড থানার ওসি ও দেহরক্ষী]

প্রসঙ্গত, গত বছর অসমের তিনসুকিয়াতেই খুন করা হয় পাঁচ বাঙালিকে। নগরপঞ্জি নিয়ে বিতর্কের মাঝে ওই পাঁচ বাঙালি খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে অসম থেকে এ রাজ্য। মৃতদের নাম ছিল, শ্যামলাল বিশ্বাস, অনন্ত বিশ্বাস, অবিনাশ বিশ্বাস,সুবল দাস ও ধনাই নমশূদ্র। এই হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দায় সরব হন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল৷ ঘটনার প্রতিবাদে অসমে বিক্ষোভ দেখাতে যায় তৃণমূলে একটি প্রতিনিধি দল৷ কিন্তু বিমানবন্দরেই তাঁদের আটকে দেওয়া হয়৷ ওই খুনের ঘটনার সঙ্গে আলফা জঙ্গিদের যোগ রয়েছে বলে প্রথমে অনুমান করা হয়। যদিও দায় অস্বীকার করে আলফা৷

The post ফের অসমে দুই বাঙালি খুন, কাটা পড়ল আরও দু’জনের হাত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement