shono
Advertisement

দাদাকে বাঁচাতে প্রাণের বাজি, সেপটিক ট্যাঙ্কে নেমে মৃত্যু দুই ভাইয়ের

কোচবিহারের গ্রামে শোকের ছায়া।
Posted: 05:07 PM Aug 28, 2023Updated: 05:14 PM Aug 28, 2023

বিক্রম রায়, কোচবিহার: ফের সেপটিক ট্যাঙ্কে নেমে প্রাণ গেল দুই ভাইয়ের। বিষাক্ত গ্যাস থেকে দাদাকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল ছোট ভাইয়েরও। সোমবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটায়। খবর পেয়ে দমকল কর্মীরা দুজনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মৃত দুই ভাই-সাদিকুল হক ও নবীর হক দিনহাটার বড়নাচিনা কুটিপাড়া এলাকার বাসিন্দা। এদিন দুপুরে সেপটিক ট্যাঙ্কের শাটারিং ঠিক করছিলেন দাদা নবীর। সেপটিক ট্যাঙ্কটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ভিতরে বিষাক্ত মিথেন গ্যাস জমে গিয়েছিল। সেই গ্যাসেই অসুস্থ হয়ে ভিতরে পড়ে যান নবীর।

[আরও পড়ুন: দত্তপুকুর বিস্ফোরণে নিখোঁজ পাঁচ বছরের শিশু, কান্নায় ভেঙে পড়েছে পরিবার]

তাঁর চিৎকার শুনে ছুটে আসেন ভাই সাদিকুলও। তিনিও সেপটিক ট্যাঙ্কের ভিতরে নেমে যান। এরপরই দুজনই অসুস্থ হয়ে পড়েন। বেশ কিছুক্ষণ পর স্থানীয় বাসিন্দারা গোঙানির আওয়াজ শুনে দমকলে খবর দেয়। দমকল কর্মীরা এসে দুজনকে উদ্ধার করে। তবে টোটোয় তোলার সময়ই ছোট ভাইয়ের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর দাদারও মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

[আরও পড়ুন: চাকরি দেওয়ার নামে আর্থিক ‘প্রতারণা’, বিজেপি সাংসদ সৌমিত্রকে ঘিরে বিক্ষোভ যুবকদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement