shono
Advertisement
New Year Eve Fashion

বর্ষবরণের রাতপার্টিতে এই সাজেই হোন অনন্যা, পুরুষরা বাজিমাত করবেন কীভাবে?

বেজায় ঠান্ডায় কোন ধরনের পোশাক পরবেন, তা বুঝতে পারছেন না?
Published By: Sayani SenPosted: 09:28 PM Dec 28, 2025Updated: 09:30 PM Dec 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কটাদিন পরই বর্ষবরণ। সেই রাতে আর পাঁচজনের মতো আপনারও নিশ্চয় কিছু না কিছু পরিকল্পনা রয়েছে। বন্ধুবান্ধব, পরিজনদের সঙ্গে রাতপার্টিতে যাবেন? বেজায় ঠান্ডায় কোন ধরনের পোশাক পরবেন, তা বুঝতে পারছেন না তাই তো? মহিলা, পুরুষ উভয়ের জন্য রইল ফ্য়াশন টিপস।

Advertisement

বর্ষবরণের রাতপার্টিতে বেশিরভাগ মহিলা ওয়েস্টার্ন পোশাক পরতে চান। আপনিও সেরকম পোশাক বেছে নিতেই পারেন। চাইলে মিরর কভার্ড মিনি ড্রেসে হয়ে উঠতে পারেন অনন্যা। কিংবা মিডিও বাছতে পারেন। আবার লং গাউনও মন্দ লাগবে না।

পোশাকের পরই আসে মেকআপের কথা। এখন আবহাওয়া বেশ ভালো। গরমে মেকআপ ঘেঁটে যাওয়ার সম্ভাবনা নেই। তাই বিশেষভাবে চোখে মেকআপে নজর দিন। স্মোকি আই রাতপার্টিতে দিব্যি মানাবে।

কেশবিন্যাস ঠিকঠাক না হলে আবার সাজ সম্পূর্ণ হয় নাকি। তাই পোশাক অনুযায়ী বাঁধুন চুল। আর হাতে এত সময় না থাকলে চুল খুলে রাখুন। পশ্চিমী পোশাকের সঙ্গে ভালোই মানাবে।

পোশাকের সঙ্গে ব্যাগও মানানসই হওয়া প্রয়োজন। স্লিং ব্যাগ এবং ক্লাচ ফ্যাশনে ইন। তাই এই ধরনের ব্যাগ রাতপার্টিতে সঙ্গে রাখতে পারেন। আপনি ফ্যাশন সম্পর্কে যে যথেষ্ট সচেতন তা বুঝতে কারও সমস্যা হবে না।

গয়নাগাটিও কিন্তু হওয়া চাই জবরদস্ত। ঝোলা দুল পরতে পারেন। তবে গলায় কিছু না পরাই ভালো। কারণ, পশ্চিমী পোশাকের সঙ্গে হার সেভাবে মানাবে না।

বর্ষবরণের রাতে পুরুষদের সাজও হওয়া চাই জবরদস্ত। তবেই না রাতপার্টিতে তন্বীর মনের মণিকোঠায় জায়গা করে নিতে পারবেন। হালকা রঙের শার্টের সঙ্গে জিনস পরতে পারেন। আবার টি-শার্টে স্বচ্ছন্দ হলে তাও বেছে নিতে পারেন। শীতপোশাক নির্বাচনের ক্ষেত্রে বিশেষ নজর দেওয়ার প্রয়োজন। হালফ্যাশনের হুডি, জ্যাকেট পরতে পারেন। একরঙা উলের সোয়েটারও এখন ফ্যাশনে ইন।

তাই আর দেরি না করে ওয়ার্ড্রোবে নজর দিন। কী পরবেন, তা ঠিক করে ফেলুন। আর মানানসই পোশাক না থাকলে কেনাকাটা করতে বেরিয়ে পড়ুন আজই। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বর্ষবরণের রাতপার্টিতে বেশিরভাগ মহিলা ওয়েস্টার্ন পোশাক পরতে চান।
  • পোশাকের সঙ্গে ব্যাগও মানানসই হওয়া প্রয়োজন।
  • পুরুষরা হালফ্যাশনের হুডি, জ্যাকেট পরতে পারেন। একরঙা উলের সোয়েটারও এখন ফ্যাশনে ইন।
Advertisement