shono
Advertisement
Bike Accident

পিকনিকের হুল্লোড় ম্লান, বাড়ি ফেরার পথে পোস্টে ধাক্কা বাইকের! মৃত্যু ২ বন্ধুর

পিকনিকের হুল্লোড়, আনন্দ হয়ে গেল ম্লান। পিকনিক থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল দুই বন্ধুর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুগলির ব্যান্ডেলে। মৃত দুই বন্ধুর নাম রোহিত সিং ও রাজা প্রসাদ।
Published By: Suhrid DasPosted: 04:10 PM Jan 26, 2026Updated: 04:10 PM Jan 26, 2026

পিকনিকের হুল্লোড়, আনন্দ হয়ে গেল ম্লান। পিকনিক থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল দুই বন্ধুর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুগলির ব্যান্ডেলে। মৃত দুই বন্ধুর নাম রোহিত সিং ও রাজা প্রসাদ। তাঁরা দু'জনে কলকাতার গরফা এলাকার বাসিন্দা। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Advertisement

শীতের মরশুমে বিভিন্ন জায়গায় পিকনিকের আয়োজন চলছে। গতকাল রবিবার ছিল ছুটির দিন। কলকাতা থেকে হুগলিতে গিয়ে বন্ধুরা পিকনিকের আয়োজন করেছিল। দিনভর আনন্দ, হই-হুল্লোড় চলে। এরপর রাতে বাড়ি ফেরা। সেই ফেরার সময়ই হয়ে গেল ভয়াবহ দুর্ঘটনা। রাতে একটি মোটরবাইক করে বাড়ি ফিরছিলেন দুই বন্ধু রোহিত সিং ও রাজা প্রসাদ। হুগলির পোলবার রাজহাট মোড় থেকে ব্যান্ডেল যাওয়ার রাস্তায় ঘটে ওই দুর্ঘটনা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি পোস্টে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে পড়েছিলেন দু'জনই। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চুঁচুড়ার ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক জানিয়ে দেন, আগেই দু'জনে মারা গিয়েছেন। খবর দেওয়া হয় থানায়। পুলিশ মৃতদেহ ময়নাতন্তের জন্য পাঠায়। দুর্ঘটনাস্থল থেকে বাইকটিও উদ্ধার করা হয়েছে। খবর দেওয়া হয় মৃতদের পরিবারের সদস্যদের।

জানা গিয়েছে, রোহিত একটি নামি সংস্থার সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। কিন্তু কীভাবে দুর্ঘটনা ঘটল? রাতে কি অনেক বেশি গতিতে বাইক চালানো হচ্ছিল? নাকি দু'জনেই মদ্যপ অবস্থায় ছিলেন? পুলিশ ঘটনার তদন্ত করছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement