shono
Advertisement

ঝাড়গ্রাম থেকে তুফানগঞ্জ, রিমঝিম-গরিমাকে সঙ্গ দিতে এবার কোচবিহার মিনি জু-তে তিন পুরুষ সঙ্গী

আগমন ঘিরে সাজ সাজ রব কোচবিহারে।
Posted: 02:58 PM Nov 14, 2023Updated: 02:58 PM Nov 14, 2023

বিক্রম রায়, কোচবিহার: প্রায় ৪ বছর পর বন্ধু পেতে চলেছে রিমঝিম এবং গরিমা। একসঙ্গে তিন নতুন বন্ধু আসতে চলেছে তাদের কাছে। আর তাদের আগমন ঘিরে সাজ সাজ রব কোচবিহারে (Cooch Behar)। কে এই রিমঝিম ও গরিমা? তাদের বন্ধুদের ঘিরে এত মাথাব্যথাই বা কেন?

Advertisement

রিমঝিম ও গরিমা হল রসিক বিলের মিনি জু-এর দুই চিতা বাঘ। করোনার আগেই দুই বান্ধবী এসেছিল এই মিনি জু’তে। তারপর থেকে আর কোনও বন্ধুর দেখা পায়নি তারা। তবে এবার ডিসেম্বর মাসের মধ্যেই তাদের জন্য তিনজন পুরুষ চিতাবাঘ নিয়ে আসার ছাড়পত্র পেয়েছে মিনি জু’ কর্তৃপক্ষ। ইতিমধ্যে তাদের নিয়ে আসার জন্য এখানে তৈরি করা হয়েছে উপযুক্ত পরিকাঠামো। সব ঠিক থাকলে নতুন বছরের আগেই ঝাড়গ্রামের (Jhargram) জু থেকে তিনটি চিতাবাঘ তুফানগঞ্জের এই মিনি জু-এ আসতে চলেছে।

[আরও পড়ুন: ইন্ডিয়া জোটে ফাটল? জাতিগত জনগণনার সমর্থনে রাহুল, ‘বিশ্বাসঘাতক’, পালটা তোপ অখিলেশের]

কোচবিহারের এডিএফও বিজন নাথ জানান, রসিকবিল মিনি জু’তে তিনটি চিতাবাঘ নিয়ে আসার জন্য অনুমতি মিলেছে। ডিসেম্বর মাসের মধ্যেই সেই তিনটি পুরুষ চিতা বাঘ এখানে নিয়ে আসা হবে। এখন সেখানে দুটি চিতা বাঘ রয়েছে, রিমঝিম এবং গরিমা। নতুন অতিথিদের জন্য উপযুক্ত পরিকাঠামো তৈরি করা হয়েছে। এই মিনি জু’কে আরও বেশি জনপ্রিয় করে তুলতে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়া সেখানে পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে বেশ কিছু সংস্কার কাজ করা হয়েছে। বসার স্থান তৈরি করা হয়েছে।

মিনি জু সূত্রে খবর, পুজোর আগের থেকে তুফানগঞ্জ ২ নম্বর ব্লকে অবস্থিত রসিকবিল মিনি জুতে পর্যটকদের সংখ্যা অনেকটাই বাড়তে শুরু করেছে। রসিক বিলকে নতুনভাবে সাজিয়ে তুলতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল আর সেই মতে চিতা বাঘদের থাকার জন্য নাইট শেল্টার তৈরি করা হয়েছে। একসঙ্গে যাতে পাঁচটি পিতাবাঘ থাকতে কোনও সমস্যা না হয় তার জন্য তাদের খাঁচার আয়তন বৃদ্ধি করা হয়েছে। বিশাল এলাকা জুড়ে তৈরি সেই খাঁচার মধ্যে ঘোরাফেরা করতে পারবে। নির্দিষ্ট একটি ঘরের মতো তৈরি করা হয়েছে যেখানে চিতা বাঘগুলি আশ্রয় নিতে পারবে।শুধু গরিমা বা রিমঝিম নয়, রসিকবিল ছোট চিড়িয়াখানায় থাকা চিতল হরিণ, সিভেট ক্যাট, অজগর, ঘড়িয়াল-সহ অন্যান‌্য বন্যপ্রাণী আকর্ষণ বাড়াচ্ছে এই মিনি জু’য়ের।

[আরও পড়ুন: লাদাখে বড়সড় ভূমিকম্প, কাঁপল কার্গিল-সহ একাধিক এলাকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার