সৈকত মাইতি, তমলুক: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের করিডর হয়ে উঠেছে পূর্ব মেদিনীপুর (Purba Medinipur)। ক্রমাগতই বাড়ছে গাঁজা পাচারের ঘটনা। হালফিলে পোশাক পরে ঝা চকচকে ট্রলি ব্যাগে গাঁজা নিয়ে কেরিয়ার গার্ল হিসেবে পূর্ব মেদিনীপুরে ঢুকছে গ্রামের মহিলারা। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের মেচেদা এলাকায় এভাবেই বিপুল পরিমাণ গাঁজা পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল দুই মহিলা ও এক টোটো চালক-সহ ৫ জন। রবিবার ধৃতদের তমলুক আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলেন অঞ্জুমান বিবি, হাবিবা বিবি, মোহাম্মদ রফিক, শেখ জাকির ও টোটো চালক মোহাম্মদ খান। তারা তমলুকের মান্দারগড়, চনশ্বরপুর, সিউড়ি ও নন্দকুমার এলাকার বাসিন্দা। শনিবার রাত প্রায় ৮টা নাগাদ ঝাড়গ্রাম থেকে বাসে করে কয়েক লক্ষ টাকা মূল্যের গাঁজা পাচার করছিল তারা। গোপন সূত্রে সেই খবর পেয়ে তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ ও কোলাঘাট থানার ওসি মহিউল ইসলামের নেতৃত্বে মেচেদা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ওঁত পেতে বসেছিল পুলিশ। আর তখনই মেচেদা বাসস্ট্যান্ড থেকে টোটোই চড়ে পালাবার পথে তাদের হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৪০ কেজি ওজনের গাঁজা।
[আরও পড়ুন: তৃণমূলের টিকিটে জিতে বিজেপিতে, প্রধান হয়েই ‘ঘর ওয়াপসি’ শাসকদলের নেতার]
তদন্তকারী পুলিশ অফিসারদের দাবি, প্রধান ক্যারিয়ার বয় হিসাবে ওড়িশা থেকে এই বিপুল পরিমাণ গাঁজা নিয়ে ঝাড়গ্রামে পৌঁছয় শেখ জাকির। এরপর পুলিশের চোখে ধুলো দিতে দুই মহিলা ঝাড়গ্রাম থেকে বাসে মেছেদায় পৌঁছয়। একটি বাইকে করে জাকির সেই বাসের উপর নজরদারি চালায়। সপ্তাহখানেক আগে পাঁশকুড়ায় ধরা পড়া এই জাকিরকে দেখেই পুলিশ চিনতে পেরে যায়। বিপুল পরিমাণ গাঁজা-সহ সকলেই ধরা পড়ে। তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় ৪০ কেজি গাঁজা-সহ গ্রেপ্তার করা হয়েছে ৫ জনকে। ধৃতদের তমলুক আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, এর আগেও একাধিকবার ওড়িশা থেকে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের জালে জড়িয়েছে একাধিক নাম। কখনও চকচকে চার চাকা গাড়িতে চড়িয়ে অফিস কর্তার পোশাকে, আবার কখনও অসহায় গরিব মহিলাদের কাজে লাগিয়ে ফুলের ঝুপড়ির আড়ালে গাঁজা-পাচার হয়েছে। বাদ যাচ্ছে না অসহায় প্রতিবন্ধীরাও। তবে সেই কৌশল এখন অনেকটাই পুরনো। সম্প্রতি এগরা থানার আলমগিরি বাস স্ট্যান্ড থেকে শেখ রফিকুল নামে তমলুকের নিমতৌড়ির এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।