shono
Advertisement

Breaking News

জঙ্গিপুরে বোমা ফেটে ৫ শিশু জখম, মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব জাতীয় শিশু সুরক্ষা কমিশনের

পঞ্চায়েত ভোটের আবহেই এ বিষয়ে তথ্য তালাশ করতে জঙ্গিপুর আসতে চায় কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম।
Posted: 01:17 PM Jun 21, 2023Updated: 01:17 PM Jun 21, 2023

সোমনাথ রায়, নয়া দিল্লি: পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগেই মুর্শিদাবাদের জঙ্গিপুরে বোমা বিস্ফোরণ হয়। বোমার আঘাতে জখম হয় ৫ শিশু। সেই ঘটনায় এবার রাজ্যের মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব করল জাতীয় শিশু সুরক্ষা কমিশন (National Commission for Protection of Child Rights)।

Advertisement

গত ১৯ জুন অর্থাৎ সোমবার ঘটনাটি ঘটে ফরাক্কার উত্তর ইমাম নগরের মাঠপাড়া এলাকায়। অভিযোগ, খোলা জায়গায় পড়েছিল বোমাগুলি। বল ভেবে তা নিয়ে খেলতে যায় শিশুরা। তখনই হয় বিস্ফোরণ। বোমার আঘাতে মারাত্মকভাবে জখম হয় পাঁচ শিশু।

[আরও পড়ুন: ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুষ্কৃতীদের হাতে ‘খুন’ বাবা, আদিবাসী বিক্ষোভে রণক্ষেত্র নকশালবাড়ি]

সকাল এগারোটা নাগাদ এই ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয় আরিয়ান শেখ (৮), দাউদ শেখ (১০), আসাদুল শেখ (৭), সুভান শেখ (১১), ইমরান শেখ (৯)। প্রত্যেকেই স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র বলে খবর। আহত শিশুদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের চিকিৎসা করা হয়।

কিন্তু খোলা জায়গায় বোমা এল কীভাবে? এই ঘটনার নেপথ্যে কারা? তা নিয়ে প্রশ্ন উঠে। এ বিষয়ে তথ্য তালাশ করতে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম জঙ্গিপুর আসতে চায়। তবে যেহেতু পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়া চলছে তাই বিধি-নিষেধ রয়েছে। এমতাবস্থায় জঙ্গিপুর যাওয়ার অনুমতি চেয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন।

[আরও পড়ুন: লাগাতার আন্দোলনে সাফল্য! পুরুলিয়ার দুটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী কুড়মি সমর্থিত নির্দল প্রার্থী]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার