অরূপ বসাক, মালবাজার: স্কুলের পোশাক পরে দোকান থেকে সুস্বাদু খাবারের প্যাকেট চুরি করতে গিয়েই হাতেনাতে ধরা পড়ল ছয় স্কুল পড়ুয়া। জানা গিয়েছে, সকলেই ওদলাবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়া। প্রতিদিনই স্কুল না গিয়েই এলাকায় ঘুরে বেড়ায় তারা। তাঁদের কাণ্ডকারখানায় হতবাক সকলে।
[আরও পড়ুন: সাঁতরাগাছি ফুট ওভারব্রিজ মেরামতির কাজ, রবিবার বাতিল ৩০ জোড়া লোকাল ট্রেন]
জানা গিয়েছে, ইদানিং স্কুলের নাম করে বাড়ি থেকে বেরিয়ে বেশ কিছু ছাত্রছাত্রীকে স্কুল চলাকালীন কখনও বাজারে, কখনও নির্জন স্টেশনের প্ল্যাটফর্মে বন্ধুদের সঙ্গে দেখা যাচ্ছে। স্কুলের পোশাকেই তারা সারাদিন ঘুরে বেড়াচ্ছে। খোঁজ নিয়ে দেখা গিয়েছে, ১০ থেকে ১২ বছর বয়সেই এইসব ছাত্রছাত্রীদের বিভিন্ন নেশার সামগ্রী বিশেষ করে গুটখা, বিড়ি, সিগারেটের প্রতি অসম্ভব ঝোঁক। পরিবারের অজান্তেই নিজেদের বিপদ ডেকে আনছে এই সব খুদে পড়ুয়ারা। তাই বৃহস্পতিবার ওই খুদেদের দেখে সে কথা মাথায় আসে ওই ব্যবসায়ীর। তাদের নিয়ে তাদের স্কুলে হাজির হন ওই ব্যক্তি।
এরপরই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, এরা সকলেই রাজাডাঙা গ্রাম পঞ্চায়েতের কৈলাশপুরের চা বাগানের শ্রমিক পরিবারের সন্তান। প্রায় প্রতিদিনই ওদলাবাড়িতে গিয়ে স্কুলের পোশাক, পরিচয়পত্র ব্যাগে ভরে রেখে বাড়ি থেকে বয়ে আনা অন্য পোশাক পড়ে এলাকায় ঘুরে বেড়াত।
ছাত্রদের এই কাণ্ড দেখে ‘থ’ ওদলাবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের টিচার-ইন-চার্জ নিরুমোহন রায়। তিনি বলেন, “ছাত্ররা এটা খুব অন্যায় কাজ করেছে। বাড়ি থেকে স্কুলের নাম করে বেরিয়ে স্কুলে আসছে না। স্কুল ব্যাগে অন্য পোশাক নিয়ে আসছে। আর ওদলাবাড়িতে আসা মাত্র স্কুলের পোশাক বদলে নিচ্ছে। আই কার্ড ব্যাগে ভরে রাখছে। যাতে কেউ সন্দেহ করতে না পারে। স্কুলে হাজিরাও তাদের অনিয়মিত।” বিষয়টি নিয়ে এদিনই ওই ছাত্রদের অভিভাবকদের স্কুলে ডেকে পাঠিয়ে পুরো ঘটনাটি জানান তিনি। অভিভাবকরাও সন্তানদের কাণ্ড দেখে হতবাক। ঘটনার কারণে উভয় তরফেই ছাত্রদের ওপর নিয়মিত কড়া নজরদারির পাশাপাশি কাউন্সেলিং করা হবে বলে জানানো হয়েছে স্কুলের তরফে। স্কুলের অন্য ছেলেমেয়েদের ওপর যাতে এদের কুপ্রভাব না পড়ে সেদিকে লক্ষ্য রাখার পাশাপাশি আগামীতে যাতে স্কুল চলাকালীন ছাত্রছাত্রীরা এদিকওদিক ঘুরে বেড়াতে না পারে নজর রাখা হবে সেদিকেও।
[আরও পড়ুন: গাড়ি চালকদের ধর্মঘট, বৃষ্টি মাথায় পায়ে হেঁটেই দুর্গাপুর আদালতে বিচারপতিরা]
The post স্কুলের পোশাকে খাবার চুরি, হাতেনাতে ধরা পড়ল ৬ খুদে appeared first on Sangbad Pratidin.
