shono
Advertisement

সিগন্যালিংয়ের কাজের জের, আজও শিয়ালদহ মেন শাখায় ব্যাহত ট্রেন চলাচল

রবিবারও বাতিল একাধিক ট্রেন৷ The post সিগন্যালিংয়ের কাজের জের, আজও শিয়ালদহ মেন শাখায় ব্যাহত ট্রেন চলাচল appeared first on Sangbad Pratidin.
Posted: 10:07 AM Sep 08, 2018Updated: 10:07 AM Sep 08, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা চালু হওয়ার জেরে শিয়ালদহ মেন শাখায় আজও ব্যাহত ট্রেন চলাচল৷ শুক্রবারের পর শনিবারও বাতিল একাধিক লোকাল ট্রেন৷ সকাল থেকেই ভোগান্তির শিকার যাত্রীরা৷

Advertisement

[সিগন্যালিংয়ের কাজের জন্য বাতিল ১৫৮টি ট্রেন, শিয়ালদহ মেন শাখায় ভোগান্তি চরমে]

বৃহস্পতিবারই রেলের তরফে জানিয়ে দেওয়া হয়, ইছাপুর থেকে বারাকপুর পর্যন্ত সিগন্যালিংয়ের কাজ চলবে৷ ওই কাজের জেরে শিয়ালদহ মেন লাইনে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হবে৷ এমনিতেই শিয়ালদহ মেন লাইনের ট্রেনে বাদুড়ঝোলা হয়ে গন্তব্যে পৌঁছাতে হয় আমজনতাকে৷ তার উপর আবার ১৫৮টি লোকাল ট্রেন বাতিল৷ তাতেই ভোগান্তির আশঙ্কা মাথাচাড়া দিয়েছিল যাত্রীদের মনে৷ শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই শিয়ালদহ মেন শাখায় ট্রেন বাতিলের সমস্যা দেখা দিয়েছে৷ বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে বেশিরভাগই নৈহাটি ও বারাকপুর লোকাল৷ গেদে, শান্তিপুর ও কৃষ্ণনগর লোকালে বাদুড়ঝোলা ভিড়৷ সন্ধ্যার পর থেকে সমস্যা আরও বাড়বে বলেই মনে করছেন নিত্যযাত্রীরা৷ সেক্ষেত্রে অফিস টাইমে ট্রেন আদৌ কখন পাবেন, পেলেও সেই ট্রেনে ঠিক কতটা ভিড় হবে সেকথা ভেবেই উদ্বিগ্ন ছিলেন তাঁরা৷ সেই আশঙ্কাই সত্যি হল৷ শুক্রবার সন্ধ্যায় গন্তব্যে পৌঁছাতে গিয়ে রীতিমতো কালঘাম ছুটেছে নিত্যযাত্রীদের৷ একে ট্রেন বাতিল আর গোদের উপর বিষফোড়ার মতো ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি৷ তার জেরে দীর্ঘক্ষণ ভিড় ট্রেনে নাকাল হন যাত্রীরা৷

[পঞ্চায়েত বোর্ড গঠনে আক্রান্ত জয়েন্ট বিডিও, গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মার]

শনিবার সকালে ভোগান্তির ছবিটা ছিল একইরকম৷ সিগন্যালিংয়ের কাজের জেরে বাতিল হয়ে গিয়েছে ৬৬টি ট্রেন৷ স্টেশনে প্রায় ৩৫-৪০ মিনিট অপেক্ষা করে তবেই মিলছে ট্রেন৷ অপেক্ষার পরেও স্টেশনে আসা গেদে, শান্তিপুর লোকালগুলিতে অতিরিক্ত ভিড়ের চাপে অনেকেই উঠতে পারছেন না৷ আবার অনেকেই সাতসকালেই চিড়ে চ্যাপটা অবস্থায় পৌঁছান গন্তব্যে৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমস্যা আরও বড় আকার ধারণ করবে বলেই চিন্তিত যাত্রীরা৷ সামনেই পুজো৷ তার আগে রবিবার সাধারণত ট্রেনে আমজনতার ভিড় বেশি থাকে৷ কিন্তু সেদিনও ৩২টি লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেল৷ ট্রেনের ভরসায় থাকলে শপিং করতে বেড়িয়ে আমজনতাকেও সমস্যায় পড়তে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

The post সিগন্যালিংয়ের কাজের জের, আজও শিয়ালদহ মেন শাখায় ব্যাহত ট্রেন চলাচল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement