shono
Advertisement
Kylian Mbappe

জন্মদিনে 'গুরু' রোনাল্ডোকে স্পর্শ, গোল করে 'সিউউউ' সেলিব্রেশন এমবাপের

নজির ছুঁয়ে কী বললেন ফরাসি তারকা?
Published By: Prasenjit DuttaPosted: 03:42 PM Dec 21, 2025Updated: 04:04 PM Dec 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবারের রাতটা হয়তো কখনও ভুলতে পারবেন না ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। জন্মদিন, গোল করে রিয়াল মাদ্রিদকে জেতানো, 'গুরু' ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছুঁয়ে ফেলা। সবই হল এমবাপের ২৮তম জন্মদিনে। বিশেষ এই দিনে ১০ জনের সেভিয়াকে ২-০ গোলে হারাল রিয়াল।

Advertisement

স্কোর লাইন দেখে মনে হতে পারে সেভিয়াকে সহজেই পরস্ত করেছে রিয়াল মাদ্রিদ। আদতে কিন্তু সেটা হয়নি। ১০ জনের সেভিয়া যথেষ্ট লড়াই দিয়েছে। রিয়ালকে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ৩৮ মিনিট পর্যন্ত। জুড বেলিংহ্যামের গোলে এগিয়ে যায় তারা। এরপর সেই ৮৬ মিনিটে এমবাপের গোলে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। সেটাই ছিল জয়সূচক গোল।

পেনাল্টি থেকে গোল করে রোনাল্ডোর নজির স্পর্শ করেন এমবাপে। ২০১৩ সালে ৫৯ গোলের রেকর্ড গড়েছিলেন সিআর৭। সেটা ছিল রিয়াল মাদ্রিদে রোনাল্ডোর প্রথম মরশুম। সেই নজির এবার ছুঁয়ে ফেললেন এমবাপে। গোলের পর চিরপরিচিত 'সিউউউ' সেলিব্রেশনে মেতে ওঠেন ফরাসি তারকা।

রোনাল্ডোর রেকর্ড স্পর্শ করে রোনাল্ডোর মতো করে সেলিব্রেশন করে এমবাপে সংবাদমাধ্যমকে বলেন, "রোনাল্ডো যা যা করেছে, তা অবিশ্বাস্য। ও আমার আদর্শ। রিয়ালের অন্যতম সেরা ফুটবলার। ওর রেকর্ডে ভাগ বসানো আমার কাছে বিশাল সম্মানের। ওকে সম্মান জানাতেই ওর মতো করে সেলিব্রেশন করেছি। ছোটবেলায় আমার আদর্শ রোনাল্ডো এখন আমার বন্ধু।"

জন্মদিনে নজির স্পর্শ করে কেমন লাগছে? এর উত্তরে তিনি বলেন, "আমার জন্মদিন আজ। আর আজ আমি রিয়াল মাদ্রিদে খেলছি। আমার স্বপ্নের ক্লাবে খেলে এই কীর্তি স্থাপন করেছি বলেই আমার কাছে এটা স্পেশাল।" তবে নজির স্পর্শ করলেও চেনা ছন্দে দেখা যায়নি তাঁকে। প্রতিপক্ষের রক্ষণে কার্যত বোতলবন্দি ছিলেন এমবাপে। একাধিকবার মেজাজও হারিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শনিবারের রাতটা হয়তো কখনও ভুলতে পারবেন না ফরাসি তারকা কিলিয়ান এমবাপে।
  • জন্মদিন, গোল করে রিয়াল মাদ্রিদকে জেতানো, 'গুরু' ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছুঁয়ে ফেলা।
  • সবই হল এমবাপের ২৮তম জন্মদিনে।
Advertisement