Advertisement
কখনও রুদ্র প্রকৃতি, কখনও জেন জি রোষে জ্বলেছে বিশ্ব, বছরভর দুনিয়া কাঁপাল যে সব ঘটনা
বছরভর বিশ্বজুড়ে ঘটনার ঘনঘটা।
যুদ্ধের আগুনে ফুটছে গোটা বিশ্ব। অত্যাধুনিক মারণাস্ত্রের ঝনঝনানিতে মৃত্যু যেন এখানে খোলামকুচি। ক্ষমতার রাশ হাতে নিয়ে দুর্বলের উপর ছড়ি ঘোরাচ্ছে ক্ষমতাবান। কোথাও আবার নেমে এসেছে রুদ্রপ্রকৃতির অভিশাপ। দুর্নীতি, অপশাসনের বিরুদ্ধে যুবসমাজের গণ অভ্যুত্থান নাড়িয়ে দিয়েছে রাষ্ট্রীয় কাঠামোর ভিত। যুদ্ধ, হিংসা, দুর্যোগকে সঙ্গী করে গোটা বছর মৃত্যু ও শোকের করাল ছায়া ঘিরে ছিল পৃথিবীটাকে। বছরভর এমনই দুনিয়া কাঁপানো ঘটনা ফিরে দেখল সংবাদ প্রতিদিন ডিজিটাল।
হোয়াইট হাউসের অধীশ্বর ট্রাম্প: ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে ২০ জানুয়ারি ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর শপথের সঙ্গে বিশ্ব রাজনীতি নতুন মোড় নেয়। ক্ষমতায় এসেই 'মেক আমেরিকা গ্রেট এগেইন' নীতি নিয়ে মাঠে নামেন ট্রাম্প। আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের সরানোর পাশাপাশি বিপুল অর্থের বিনিময়ে চালু হয় গোল্ড ভিসা।
বিশ্বজুড়ে শুল্ক কোপ ট্রাম্পের: শাসনে টালমাটাল পরিস্থিতি তৈরি হয় বিশ্ব অর্থনীতিতে। শুরুতেই বিশ্বের সমস্ত দেশের সঙ্গে নতুন করে বাণিজ্য চুক্তিতে নামে আমেরিকা। চিনের উপর ১০০ শতাংশ শুল্ক এবং ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপানো হয়। ভারতের ক্ষেত্রে এই উচ্চশুল্কের নেপথ্যে ছিল রাশিয়া থেকে তেল কেনার শাস্তি। ট্রাম্প অভিযোগ করেন, রুশ-ইউক্রেন যুদ্ধের ইঞ্জিনে পরোক্ষভাবে তেল যোগাচ্ছে ভারত।
ইরান-ইজরায়েল যুদ্ধ: আন্তর্জাতিক পরমাণু চুক্তি লঙ্ঘন করে ইরান পরমাণু বোমা তৈরির খুব কাছে পৌঁছে গিয়েছে এই অভিযোগে ইরানে ব্যাপক হামলা চালায় ইজরায়েল। ইরানের সামরিক ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে আকাশপথে হামলা চালানো হয়। ইরানের শীর্ষ সেনাকর্তাদের পাশাপাশি মৃত্যু হয় ৯ জন বিজ্ঞানীর। ১২ দিন ধরে চলা সেই যুদ্ধে এরপর মাঠে নামে আমেরিকা। শুরু হয় অপারেশন মিডনাইট হ্যামার। বি-২ বোমারু বিমানের সাহায্যে বাঙ্কার ব্লাস্টার বোমায় তছনছ হয় ইরানের তিন পারমাণবিক কেন্দ্র ফরদো, নাতানজ ও ইসফাহান।
নেপালে জেন জি বিদ্রোহ: দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি, অপশাসনের বিরুদ্ধে পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে নেপালে। সোশ্যাল মিডিয়া ব্যান ও সরকারি স্বজনপোষণের প্রতিবাদে ওলি সরকারের বিরুদ্ধে ফুঁসে ওঠে তরুণ প্রজন্ম। যাকে বলা হয় 'নেপাল জেন জি মুভমেন্ট'। তীব্র জনরোষের মুখে ৯ সেপ্টেম্বর দেশ ছেড়ে পালাতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। এই অবস্থায় অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন সুশীলা কারকি।
মায়ানমারে ভূমিকম্প: ২৮ মার্চ বিধ্বংসী ভূমিকম্পের কবলে পড়েছিল মায়ানমার। ৭.৭ মাত্রার ভূমিকম্পে কার্যত গুঁড়িয়ে যায় একের পর এক বহুতল, ব্রিজ। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সেদেশের সাগাইং শহর থেকে ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূমিকম্পের ব্যাপক প্রভাব পড়ে মায়ানমারের প্রতিবেশী থাইল্যান্ডেও। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে মায়ানমারে মৃত্যু হয় ৩১০০ মানুষের। এই ঘটনায় মায়ানমারকে সাহায্য করতে 'অপারেশন ব্রহ্মা' শুরু করে ভারত।
গাজা শান্তিচুক্তি: ২০২৩ সাল থেকে চলা ইজরায়েল ও হামাস যুদ্ধের অবসান ২০২৫ সালে। এর আগে দফায় দফায় যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় হয়েছিল হামাস ও ইজরায়েলের মধ্যে। এরপর ১৭ নভেম্বর 'গাজা শান্তি প্রস্তাব' রাষ্ট্রসংঘে পেশ করে আমেরিকা। যা পাশও হয়ে যায়। শান্তি প্রস্তাবে ট্রাম্পের তরফে মোট ২০টি রোডম্যাপ দেওয়া হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য গাজায় একটি অন্তর্বতী দল তৈরি হবে। তারা গাজায় অর্থনৈতিক পরিস্থিতি শোধরানোর চেষ্টা করবেন। যুদ্ধবিধ্বস্ত গাজায় নামানো হবে আন্তর্জাতিক সেনা। সেখানকার আইনশৃঙ্খলা ব্যবস্থা ও নিরাপত্তা দেখবে এই বাহিনী। চলবে হামাসকে নিরস্ত্রীকরণ প্রক্রিয়া। এর পাশাপাশি গাজায় নতুন সরকার গঠন করতেও উদ্যোগ নেবে রাষ্ট্রসংঘ।
আফগান-পাকিস্তান যুদ্ধ: গত ৯ অক্টোবরে জঙ্গি দমনের নামে আফগানিস্তানের কাবুলে হামলা চালায় পাকিস্তান। পাক সেনাপ্রধান মুনিরের অভিযোগ, আফগানিস্তানের মদতে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে হামলা চালাচ্ছে টিটিপি জঙ্গিরা। তাদের দমন করতেই এই হামলা চালানো হয়েছে। যদিও পাকিস্তানের অভিযোগ উড়িয়ে এই হামলাকে যুদ্ধের উসকানি বলে তালিবান। পালটা পাক সেনার উপর হামলা চালায় আফগানিস্তান। ভয়ংকর সংঘর্ষে দুই তরফেই শতাধিক জনের মৃত্যু হয়।
নোবেল শান্তি পুরস্কার: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমস্ত আশায় জল ঢেলে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার প্রাপক হিসেবে নাম ঘোষণা করা হয় মারিয়া করিনা মাচাদোর। ভেনেজুয়েলার প্রধান বিরোধী নেত্রী মারিয়াকে বলা হয় ‘ভেনেজুয়েলার লৌহমানবী’। গত বছর ভেনেজুয়েলার নির্বাচনের পর থেকেই অন্তরালে রয়েছেন তিনি। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রবল বিরোধী এই নেত্রীকে নোবেল পুরস্কার দেওয়া হয় নোবেল কমিটির তরফে।
SCO বৈঠকে চিন-ভারত পাশাপাশি: ট্রাম্পের শুল্ক কোপের মাঝেই এই বছর এক ভিন্ন ছবি ধরা পড়ে চিনে আয়োজিত এসসিও বৈঠকে। চিনা প্রেসিডেন্ট শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একসারিতে হাসিমুখে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত এই বৈঠকে চিন-ভারতের এই ঘনিষ্ঠতা আমেরিকার কূটনৈতিক অঙ্কের যাবতীয় হিসেব উলটে পালটে করে দেয়। দুই দেশ একে অপরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করার বার্তা দেয়।
নতুন পোপ চতুর্দশ লিও: বিশ্বের ১৪০ কোটি ক্যাথলিকের নতুন ধর্মগুরু নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট। নির্বাচিত হওয়ার পর পোপ চতুর্দশ লিও নামে পরিচিত হন তিনি। রবার্ট ফ্রান্সিস প্রথম কার্ডিনাল, যিনি আমেরিকা থেকে পোপ নির্বাচিত হলেন। পোপ ফ্রান্সিসের প্রয়াণের পর ৮ মে ভ্যাটিকানের ভোটাভুটিতে পোপ হিসেবে নির্বাচিত হন তিনি।
Published By: Amit Kumar DasPosted: 04:32 PM Dec 21, 2025Updated: 05:09 PM Dec 21, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
