shono
Advertisement

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট, গ্রেপ্তার বাগদার BJP কর্মী

এবিষয়ে কী বলছে স্থানীয় বিজেপি নেতৃত্ব?
Posted: 06:20 PM Jun 07, 2021Updated: 09:03 PM Jun 07, 2021

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নামে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার এক বিজেপি (BJP) কর্মী। সোমবার ওই যুবককে গ্রেপ্তার করেছে বাগদা থানার পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, ধৃত যুবকের নাম সঞ্জিত পারভেজ। বাড়ি বাগদার (Bagda) পাটকেলগাছা গ্রামে। স্থানীয় তৃণমূল নেতাদের দাবি, সঞ্জিত পারভেজ নামে ওই যুবক বিজেপি কর্মী হিসেবেই এলাকায় পরিচিত। অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ধৃত যুবক। তাতে লেখা ছিল, “গরু, কয়লা, বালি চোর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন অভিষেক।” পোস্টটি চোখে পড়তেই স্থানীয় তৃণমুল নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়৷ তৃণমূলের বাগদা অঞ্চল সভাপতি সঞ্জিত সর্দার সোমবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

[আরও পড়ুন: ভাঙচুর-বোমাবাজির প্রতিবাদে অবরোধ, জগদ্দলে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন অর্জুন সিং]

অভিযোগ পাওয়ার পরই পুলিশ সঞ্জিত পারভেজকে গ্রেপ্তার করে। এবিষয়ে বাগদা বিজেপির ১ নম্বর মণ্ডল সভাপতি সুজয়কুমার বিশ্বাস বলেন, “পোস্টটি করা উচিত হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয়টি আদালতের বিচারাধীন। এ বিষয়ে কোনও মন্তব্য না করাই ভাল ছিল৷” উল্লেখ্য, দিন কয়েক আগেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর বহু বিজেপি নেতা আক্রমণ করেছে তাঁকে।

 

[আরও পড়ুন: পরকীয়ায় জড়িয়ে পড়ার খেসারত? বাঁকুড়া থেকে উদ্ধার হোমগার্ডের ক্ষতবিক্ষত দে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার