রাজা দাস, বালুরঘাট: চোর রুখতে দোকানে ব্যবসায়ী বিদ্যুতের তার ফেলে রেখেছিলেন বলেই অভিযোগ। আর সেই দোকানের টিনে হাত দিয়ে প্রাণ গেল বছর বারোর এক নাবালকের। ছাগলের জন্য পাতা সংগ্রহ করতে গিয়ে এই ঘটনা ঘটেছে বলেই দাবি পরিবারের। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বোয়ালদার দুর্লভপুর গ্রামের ঘটনায় জোর শোরগোল। থমথমে গোটা এলাকা।
নিহত প্রীতম প্রামাণিক, পেশায় কৃষক প্রদীপ প্রামাণিকের ছেলে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বোয়ালদার দুর্লভপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। সোমবার সকালে সে বাড়ির পোষা ছাগলের জন্য পাতা আনতে যায়। সেখানেই স্থানীয় বাসিন্দা দিবাকর দাসের দোকানের টিনে হাত দেয়। বিদ্যুৎপৃষ্ঠ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় নাবালকের।
[আরও পড়ুন: পারিবারিক অশান্তি নাকি অন্য কিছু? স্ত্রী ও সৎ মেয়েকে ‘খুনে’র পর আত্মহত্যার চেষ্টা যুবকের]
স্থানীয়রা তার দেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। স্থানীয়দের দাবি, রাতে দিবাকর তাঁর দোকানে চোরের উপদ্রব রুখতে বিদ্যুতের তার ফেলে রাখত। সে কারণেই টিনে হাত দিতে তড়িদাহত হয় নাবালক। মৃতের কাকা নারায়ণ প্রামাণিক বলেন, “দোকানের কাছে পাতা সংগ্রহ করতে গিয়েছিল তাঁর ভাইপো। ওই দোকানের টিনে হাত দিয়েই সে বিদ্যুৎপৃষ্ট হয়।” থানায় অভিযোগ দায়ের করবেন বলেও জানান তাঁরা।
