shono
Advertisement
WhatsApp

AI-এর ছোঁয়ায় এবার অভিনব হয়ে উঠবে স্টেটাস, নয়া ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

ব্যাপারটা কী?
Published By: Subhodeep MullickPosted: 12:34 AM Dec 30, 2025Updated: 12:34 AM Dec 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার হোয়াটসঅ্যাপ স্টেটাসেও অন্তর্ভুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। শীঘ্রই নয়া এই ফিচার আসতে চলেছে বলে খবর। জানা যাচ্ছে, স্টোটাসের ছবিকে আরও আকর্ষণীয় এবং অভিনব করে তুলতেই নতুন এই এআই ফিচার আসতে চলেছে।

Advertisement

আপাতত পরীক্ষামূলকভাবে এই ফিচার আইফোনের জন্য শুরু করা হয়েছে। আগামী কয়েকমাসের মধ্যে পাকাপাকি ভাবে অ্যানড্রয়েড এবং আইফোনে এটি চলে আসবে। ঠিক কীভাবে কাজ করবে এই ফিচার? জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের স্টেটাস বিভাগে মেটা এআই দ্বারা পরিচালিত নতুন কিছু টুলস দেখা যাবে। সেগুলির মাধ্যমে তৎক্ষণাৎ স্টেটাসে দেওয়ার জন্য নির্বাচিত ছবি এডিট করতে পারবেন ইউজাররা। থাকবে আকর্ষণীয় কিছু এফেক্ট।

এতদিন ছবি এডিট করতে গেলে অন্য সফটওয়্যার ব্যবহার করতে হত। কিন্তু এবার সেই দিন শেষ। হোয়াটসঅ্যাপের মধ্যেই পেয়ে যাবেন এডিটিং টুলস। তা-ও আবার কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত। তবে শুধু ছবির এডিটিংই নয়। থাকবে আরও কিছু তাক লাগানো ফিচার। প্রথমত, ছবির ব্যাকরাউন্ডে থাকা কোনও বস্তুকে সরানো যাবে, আবার অন্য কোনও বস্তুকে অন্তর্ভুক্তও করা যাবে। দ্বিতীয়ত, টেক্সট-টু-ইমেজ রিশেপিং। অর্থাৎ আপনার দেওয়া প্রম্পট অনুযায়ী এআই-এর মাধ্যমে পরিবর্তিত হবে আপনার নির্বাচিত ছবি। তৃতীয়ত, কোনও ছবিকে এবার অনায়াসেই রূপান্তরিত করা যাবে স্বল্প দৈর্ঘ্যের অ্যানিমেশনে। শোনা যাচ্ছে, অপাতত এই সমস্ত ফিচারগুলিই পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ধীরে ধীরে এগুলি গোটা বিশ্বের ইউজাররা ব্যবহার করতে পারবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার হোয়াটসঅ্যাপ স্টেটাসেও অন্তর্ভুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।
  • শীঘ্রই নয়া এই ফিচার আসতে চলেছে বলে খবর।
  • জানা যাচ্ছে, স্টোটাসের ছবিকে আরও আকর্ষণীয় এবং অভিনব করে তুলতেই নতুন এই এআই ফিচার আসতে চলেছে।
Advertisement