জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: পাওনাদারের মারধরের হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল বাবা। গুরুতর জখম মৃতের স্ত্রী ও ছেলে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার রামকৃষ্ণ পল্লী এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর, মৃত জিতেন শিকদারের ছেলে রাজু মাদকাসক্ত ছিলেন। নিয়মিত নেশা করতেন তিনি। এলাকার বেশ কিছু যুবকের কাছে মাদকদ্রব্য বিক্রিও করতেন। জানা গিয়েছে, শনিবার সেই মাদকের টাকা পয়সা নিয়ে কয়েকজন যুবক রাজুর বাড়িতে চড়াও হয়ে অশান্তি করে। সাময়িকভাবে সেই অশান্তি মিটেও যায়। এরপর রবিবার রাতে ফের রাজুর বাড়িতে হানা দেয় অভিযুক্তরা। বেধড়ক মারধর করা হয় রাজুকে। বাঁচাতে গেলে মারধর করা হয় রাজুর বাবা বছর পঁচাশির জিতেনকে। বৃদ্ধকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর স্ত্রী ও ছেলে রাজু। চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে তিন অভিযুক্তকে ধরে ফেলে।
[আরও পড়ুন: ‘দিদির চরিত্রের দোষ আছে’, মুখ্যমন্ত্রীকে নজিরবিহীন ভাষায় আক্রমণ বিজেপি নেত্রীর]
এরপর গুরুতর জখম অবস্থায় ৩ জনকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জিতেনবাবুকে মৃত বলে ঘোষণা করে। বাকি দু’জন ওই হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্ত রাজুর দিদি সাধনা বিশ্বাস বলেন, “বাঁশ নিয়ে রাজুর উপরে চড়াও হয়ে মারধর করতে থাকে কয়েকজন। বাবা, মা ভাইকে বাঁচাতে গেলে লাঠি-বাঁশ দিয়ে মা ও বাবার মাথায় আঘাত করে তারা৷” সূত্রের খবর, ইতিমধ্যেই দুই অভিযু্ক্তকে পুলিশের হাতে তুলে দিয়েছে গ্রামবাসীরা। বাকিদের খোঁজে শুরু হয়েছে তদন্ত। ঠিক কী কারণে এই আক্রমণ, তা জানার চেষ্টা করা হচ্ছে।
The post পাওনা টাকার আদায়ে যুবককে বেধড়ক মার, বাঁচাতে গিয়ে মৃত বাবা appeared first on Sangbad Pratidin.
