shono
Advertisement

ঠাকুর দেখতে বেরিয়ে স্বামীকে খুনের চেষ্টা, আটক স্ত্রী

ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে খুনের চেষ্টা স্ত্রীর।
Posted: 09:28 AM Oct 21, 2023Updated: 10:09 AM Oct 21, 2023

রমণী বিশ্বাস, তেহট্ট: ষষ্ঠীর রাতে বাইকে চড়িয়ে স্ত্রীকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। সেই স্ত্রীর ধারাল অস্ত্রের ঘায়ে রক্তাক্ত স্বামী। গলার নলি কেটে স্ত্রী খুনের চেষ্টা করে বলেই অভিযোগ। নদিয়ার তেহট্ট থানার বেতাই সাধুবাজার বেতাই পলাশি রাজ্য সড়কের পরিত্যক্ত হাসপাতালে সামনে তীব্র চাঞ্চল্য।

Advertisement

ঠাকুর দেখে ফেরার সময় পথচলতি মানুষ দেখতে পান রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তি পড়ে আছেন। তাঁরা প্রথমে ভেবেছেন দুর্ঘটনা ঘটেছে। কিছুটা দূরে ছিল পুলিশের টহলদারি গাড়ি। সকলেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয়। তাঁরা দেখেন গলার নলিকাটা অবস্থায় পড়ে রয়েছেন একজন। সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে।

[আরও পড়ুন: অভিনব উদ্যোগ! পূজামণ্ডপেই শিশুদের দুগ্ধপানের জন্য আলাদা ব্যবস্থা বারুইপুরে]

জানা গিয়েছে, জখম ব্যক্তির নাম সুকান্ত পাল। স্ত্রী সন্ধ্যা পাল এবং একরত্তি সন্তানকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন তিনি। অভিযোগ, বাইকে চড়ে ঠাকুর দেখার সময় স্ত্রী গলার নলি কেটে খুন করার চেষ্টা করে তাঁকে। রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তি পড়ে যাওয়ার পর ঘটনাস্থল থেকে কোলে ছোট সন্তান নিয়ে পালানোর চেষ্টা করে সন্ধ্যা। সেই সময় পুলিশ তাঁকে ধরে ফেলে। ওই ব্যক্তিকে উদ্ধার করে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তেহট্ট থানার পুলিশ জখম ব্যক্তির স্ত্রীকে আটক করেছে।

[আরও পড়ুন: অচৈতন্য হয়ে ফ্ল্যাটেই পড়ে ৩ বয়স্ক, ডেঙ্গু পরীক্ষায় গিয়ে দৃশ্য দেখে হতবাক পুরকর্মীরা!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার