shono
Advertisement

ডাকাতিতে বাধা পেয়ে নিরাপত্তারক্ষীকে পিটিয়ে খুন, চাঞ্চল্য ভাঙড়ে

থানার ঢিল ছোঁড়া দূরত্বে এহেন ঘটনায় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। The post ডাকাতিতে বাধা পেয়ে নিরাপত্তারক্ষীকে পিটিয়ে খুন, চাঞ্চল্য ভাঙড়ে appeared first on Sangbad Pratidin.
Posted: 09:28 AM Feb 24, 2020Updated: 09:28 AM Feb 24, 2020

দেবব্রত মণ্ডল, বারুইপুর: সোনাপট্টিতে ডাকাতিতে বাধা পেয়ে নিরাপত্তারক্ষীকে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। সোমবার ভোররাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু ভাঙড় থানার ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনা ঘটায় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা।

Advertisement

জানা গিযেছে, সোমবার ভোররাতে ভাঙড়ের সোনাপট্টিতে হানা দেয় সশস্ত্র ডাকাতের একটি দল। একের পর এক বেশ কয়েকটি দোকানে লুঠপাট চালায় তারা। সেই সময়ই সোনাপট্টির নিরাপত্তারক্ষী সহিদুল মোল্লার নজরে পড়ে যায় ডাকাতদলটি। তৎক্ষণাত ডাকাতদের বাধা দেন ওই ব্যক্তি। তখনই নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। বন্ধুকের বাঁট দিয়ে বেধড়ক মারধর করা হয় তাঁকে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সহিদুল। খবর পেয়েই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। তাঁরাই সহিদুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা। ঘটনাটি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।

[আরও পড়ুন: দ্রুত সুস্থ হয়ে উঠছে দিব্যাংশু, মায়ের হাতে খাবার খেল পোলবার পুলকার দুর্ঘটনায় আহত খুদে]

ভাঙড় থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এমন ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয়রা। অভিযুক্তদের শনাক্তকরণ ও তাদের শাস্তির দাবিতে সরব হন তাঁরা। সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান বারুইপুরের অতিরিক্ত পুলিশ সুপার। তদন্তকারীদের তরফে জানানো হয়েছে, শীঘ্রই অভিযুক্তদের সন্ধান মিলবে। তদন্তের স্বার্থে সোনাপট্টির ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

[আরও পড়ুন: অবসানের পথে অহি-নকুল সম্পর্ক! পুরভোটে নয়া সমীকরণ কংগ্রেস ও নকশালপন্থীদের]

The post ডাকাতিতে বাধা পেয়ে নিরাপত্তারক্ষীকে পিটিয়ে খুন, চাঞ্চল্য ভাঙড়ে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement