অমিতলাল সিং দেও, মানবাজার: শ্বশুরবাড়ি গিয়ে শ্যালিকাকে নিয়ে চম্পট দিল জামাই! এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার বরাবাজারে। ঘটনার পর একদিন পেরিয়ে গেলেও এখনও বেপাত্তা গুণধর জামাই ও নাবালিকা।
শুক্রবার পুরুলিয়ার বরাবাজারের বেলডি গ্রামে শ্বশুরবাড়িতে গিয়েছিল ‘গুণধর’ জমাই। রাতে খাওয়া দাওয়ার পর সেখানেই শুয়ে ছিল। কিন্তু মাঝরাতে আচমকাই ছোট শ্যালিকাকে নিয়ে উধাও হয়ে যায় সে। ওই রাতেই পরিবারের লোকজন ঘুম থেকে উঠে দেখেন বছর ১৭-র ওই নাবালিকা বাড়িতে নেই। পরক্ষণে তারা দেখেন ঘরে নেই জামাইও। গোটা বিষয়টি বুঝতে আর ওই পরিবারের সময় লাগেনি।
[আরও পড়ুন: ছাত্রমৃত্যুতে ফের ব়্যাগিংয়ের তত্ত্ব! সিনিয়রদের অত্যাচারের বলি কাকদ্বীপের পড়ুয়া?]
পরেরদিন সকাল থেকে শুরু হয় মেয়ে-জামাইয়ের খোঁজ। কিন্তু ওই পরিবার জানতে পারে বাড়িতেও যায়নি জামাই। ফলে উদ্বিগ্ন হয়ে পড়ে ওই নাবালিকার পরিবার। পরে অভিযুক্ত জামাই-র বিরুদ্ধে থানার দ্বারস্থ হন শ্বশুর। নাবালিকার বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত জামাইয়ের বিরুদ্ধে একটি অপহরণের মামলা রুজু হয়েছে। তবে সোমবার রাত পর্যন্ত নিখোঁজ নাবালিকার কোনও হদিশ পাইনি পুলিশ।
