shono
Advertisement

স্কুল থেকে ফেরার পথে কিশোরীকে এলোপাথাড়ি কোপ যুবকের, খুনের কারণ নিয়ে ধোঁয়াশা

ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। The post স্কুল থেকে ফেরার পথে কিশোরীকে এলোপাথাড়ি কোপ যুবকের, খুনের কারণ নিয়ে ধোঁয়াশা appeared first on Sangbad Pratidin.
Posted: 03:16 PM Jan 11, 2020Updated: 07:17 PM Jan 11, 2020

দেবব্রত মণ্ডল, বারুইপুর: স্কুল থেকে ফেরার পথে কিশোরীকে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি এলাকায়। কী কারণে খুন? তা জানতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।

Advertisement

চম্পাহাটির বাসিন্দা অঙ্কিতা দেবনাথ। বাবা রাজা দেবনাথ ও মা বিশাখা দেবনাথের সঙ্গে দীর্ঘদিন ধরেই ওই এলাকায় থাকে সপ্তম শ্রেণির পড়ুয়া ওই কিশোরী। অন্যান্যদিনের মতোই মঙ্গলবার স্কুলে যায় অঙ্কিতা। জানা গিয়েছে, স্কুল থেকে ফেরার সময় আচমকা ওই কিশোরীর উপর হামলা চালায় কয়েকজন যুবক। ধারালো অস্ত্র দিয়ে কোপান হয় ওই কিশোরীকে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে অঙ্কিতা। স্থানীয়রা তড়িঘড়ি নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

[আরও পড়ুন: কপিল মুনির মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে বাস, আশঙ্কাজনক ৯ পুণ্যার্থী]

মঙ্গলবার থেকে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসা চলছিল ওই কিশোরীর। শুক্রবার রাতে সেখানেই মৃত্যু হয় তার। অঙ্কিতার মৃত্যুর খবর চম্পাহাটিতে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। দীর্ঘক্ষণ রাস্তা আটকে বিক্ষোভ দেখান তাঁরা। ইতিমধ্যেই সোনারপুর থানায় এবিষয়ে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু কী কারণে সপ্তম শ্রেণির ছাত্রীকে খুনের ছক? প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ঘটে থাকতে পারে এই ঘটনা। তবে খুনের কারণ নিয়ে এখনও অনিশ্চিত তদন্তকারীরা। ইতিমধ্যেই তদন্তের স্বার্থে মৃতার বাবা-মা ও বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

The post স্কুল থেকে ফেরার পথে কিশোরীকে এলোপাথাড়ি কোপ যুবকের, খুনের কারণ নিয়ে ধোঁয়াশা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement