shono
Advertisement
Bankura

বকাঝকার পরই বাঁকুড়ায় বাড়ি থেকে চতুর্থ শ্রেণির ছাত্রের দেহ উদ্ধার, অভিমানে আত্মহত্যা?

টিউশন পড়তে যেতে না চাওয়ায় বাড়ির লোকজন খুদেকে বকাঝকা করেন।
Published By: Sayani SenPosted: 02:35 PM Mar 08, 2025Updated: 02:35 PM Mar 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিকেলে টিউশন পড়তে যেতে চায়নি খুদে। তাকে বকাঝকা করেন পরিবারের লোকজন। আর তারপরই বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো দেহ উদ্ধার হয়। অভিমানে চতুর্থ শ্রেণির পড়ুয়া আত্মঘাতী হয়েছে বলেই অনুমান। বাঁকুড়ার জয়পুর থানার কারকবেড়িয়া গ্রামের ঘটনায় নেমেছে শোকের ছায়া।

Advertisement

নিহত ইন্দ্রজিৎ দিগর। এলাকারই একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির পড়ুয়া সে। অন্যান্য দিনের মতো শুক্রবারও বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরে। বিকেলেই ছিল তার টিউশন ক্লাস। পড়তে যেতে চায়নি খুদে। তার পরিবর্তে এলাকার বন্ধুবান্ধবদের সঙ্গে খেলতে শুরু করে। বাড়ির লোকজন বকাবকি করে ইন্দ্রজিৎকে। তা সত্ত্বেও মাঠে খেলা করতে যায় সে।

এরপর আর ছেলের খোঁজখবর নেননি পরিবারের লোকজন। সন্ধেয় ইন্দ্রজিতের খোঁজখবর শুরু করেন অভিভাবকরা। তখন দেখা যায়, নিজের ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় পড়ে রয়েছে খুদে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে মৃত বলে জানান চিকিৎসকরা। পরিবারের লোকজনের দাবি, বকাঝকার ফলে অভিমানে চরম সিদ্ধান্ত নিয়েছে। এই ঘটনা মানতে পারছেন না তার আত্মীয় পরিজনরা। কান্নায় ভাসছেন তাঁরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিকেলে টিউশন পড়তে যেতে চায়নি খুদে। তাকে বকাঝকা করেন পরিবারের লোকজন।
  • আর তারপরই বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো দেহ উদ্ধার হয়।
  • অভিমানে চতুর্থ শ্রেণির পড়ুয়া আত্মঘাতী হয়েছে বলেই অনুমান।
Advertisement