shono
Advertisement
Purbasthali

ক্লাস চলাকালীন কথা বলায় পার্শ্বশিক্ষকের মারে অসুস্থ ছাত্র, পূর্বস্থলীর স্কুলে তুমুল বিক্ষোভ

আপাতত ওই শিক্ষককে স্কুলে আসতে নিষেধ করা হয়েছে।
Published By: Gopi Krishna SamantaPosted: 09:28 PM Jul 17, 2025Updated: 09:35 PM Jul 17, 2025

অভিষেক চৌধুরী, কালনা: ক্লাস চলাকালীন সহপাঠীদের সঙ্গে কথা বলায় শিক্ষকের মারে সংজ্ঞাহীন হয়ে পড়ে এক ছাত্র। বুধবার নাদনঘাট থানা এলাকার এক স্কুলে এই ঘটনার পর অসুস্থ ওই ছাত্রকে স্থানীয় শ্রীরামপুর হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে কালনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনার পর বৃহস্পতিবার পড়ুয়ার পরিবার ও অন্য অভিভাবকদের তরফে স্কুলে বিক্ষোভ দেখানো হয়। স্কুলের প্রধান শিক্ষক ও নাদনঘাট থানায় অভিযুক্ত পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান পড়ুয়ার বাবা। অন্যদিকে, এই ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ ওই শিক্ষককে আপাতত স্কুল আসতে নিষেধ করেছে বলে জানা গিয়েছে।

Advertisement

পূর্বস্থলী ১ ব্লকের বাসিন্দা শুভজিৎ বাগ। কুড়িচা টিডি হাইস্কুলের অষ্টম শ্রেণির ‘ক’ বিভাগের ছাত্র সে। বুধবার ষষ্ঠ পিরিয়ড চলাকালীন শুভজিৎ সহপাঠীদের সঙ্গে কথা বলার কারণে ক্লাস নিতে থাকা পার্শ্বশিক্ষক তপন দাস তাকে ঘুষি-কিল মারে বলে অভিযোগ। এরপরেই ওই ছাত্র শ্রেণিকক্ষেই সংজ্ঞাহীন হয়ে পড়ে। প্রথমে তাকে স্থানীয় শ্রীরামপুর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে কালনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এই ঘটনার পরেই প্রধানশিক্ষক ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তার বাবা মিলন বাগ। বৃহস্পতিবার স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান মিলন-সহ কয়েকজন অভিভাবক ও এলাকার বাসিন্দারা। স্কুলের এমন ঘটনা নিয়ে প্রধানশিক্ষক জয়ন্ত হালদার বলেন, “ওই ছাত্রের শারীরিক অবস্থা দেখতে শিক্ষকদের হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সে ভালো আছে। অভিযুক্ত শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলেছি। প্রাথমিক ব্যবস্থা হিসেবে ওই শিক্ষককে স্কুল আসতে নিষেধ করা হয়েছে। পরিচালন সমিতি ও বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ করা হবে।” যদিও এই ঘটনায় অভিযুক্ত পার্শ্বশিক্ষকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে তাঁর কোনও বক্তব্য পাওয়া যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ক্লাস চলাকালীন সহপাঠীদের সঙ্গে কথা বলায় শিক্ষকের মারে সংজ্ঞাহীন হয়ে পড়ে এক ছাত্র।
  • বুধবার নাদনঘাট থানা এলাকার এক স্কুলে এই ঘটনার পর অসুস্থ ওই ছাত্রকে স্থানীয় শ্রীরামপুর হাসপাতালে ভর্তি করা হয়।
  • উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে কালনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
Advertisement